পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মিডিয়ার পূর্ণাঙ্গ রিপোর্ট করা দরকার, কমিশনের মামলায় বলল সুপ্রিম কোর্ট - SC of India

আদালতের কোনও শুনানি প্রকাশ করা থেকে মিডিয়া বিরত থাকতে পারে না ৷ আজ একটি মামলার শুনানিতে বলল সুপ্রিম কোর্ট ৷ যদিও মাদ্রাজ হাইকোর্টের প্রসঙ্গ টেনে এনে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন জানিয়েছে, বিপর্যয় মোকাবিলা আইনের অন্তর্গত কোনও কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না কমিশনকে ৷

Supreme court
সুপ্রিম কোর্ট

By

Published : May 3, 2021, 12:12 PM IST

Updated : May 3, 2021, 12:50 PM IST

নয়াদিল্লি, 3 মে : আদালতের কোনও শুনানি প্রকাশ করা থেকে মিডিয়া বিরত থাকতে পারে না ৷ নির্বাচন কমিশনের একটি মামলার পরিপ্রেক্ষিতে আজ এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ তবে এরই সঙ্গে দেশের শীর্ষ আদালত জানিয়েছে, আদালতে শুনানিতে কী হল তার পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করতে হবে মিডিয়াকে ৷

আরও পড়ুন- সোনারপুরে খুন বিজেপি কর্মী

করোনা আবহে ভোট করানো নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা করে মাদ্রাজ হাইকোর্ট ৷ এমনকী, আদালত জানিয়েছিল, কমিশনের অফিসারদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হওয়া উচিত ৷ এর পালটা হিসেবে ফল ঘোষণার আগের দিনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় নির্বাচন কমিশন ৷ আদালতে কমিশনের তরফে জানানো হয়, আদালতের কোনও পর্যবেক্ষণ যেন সংবাদমাধ্য়মে প্রকাশিত না হয় ৷ তা হলে, কমিশনের ভাবমূর্তি কালিমালিপ্ত হচ্ছে ৷

সেই মামলার আজ শুনানি হয় ৷ সেখানেই আদালত বেশ কিছু মন্তব্য় করেছে ৷ আদালত এবিষয়ে নির্বাচন কমিশনকে বলেছে, "মিডিয়া হচ্ছে অত্য়ন্ত ক্ষমতাশালী ৷ এবং আদালতে কোথায় কী হচ্ছে সেবিষয়ে খবর আদানপ্রদান করছে ৷ শুধুমাত্র আমাদের রায় নয় , যে সব প্রশ্ন ও উত্তর আদান প্রদান হচ্ছে তাও তুলে ধরে ৷ "

যদিও মাদ্রাজ হাইকোর্টের প্রসঙ্গ টেনে এনে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন জানিয়েছে, বিপর্যয় মোকাবিলা আইনের অন্তর্গত কোনও কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না কমিশনকে ৷ কিন্তু তার আগেই কমিশনকে দোষারোপ করা হচ্ছে ৷

Last Updated : May 3, 2021, 12:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details