মিরাট, 1 এপ্রিল : বহুজন সমাজ পার্টির নেতা হাজি ইয়াকুবের মাংসের কারখানায় বৃহস্পতিবার চলল অভিযান (Meat factory owned by BSP leader Haji Yakub raided in Meerut) । অভিযান চালাল পুলিশ, আইনি পরিমাপবিদ্যা বিভাগ, দূষণ বোর্ড এবং অন্যান্য দফতরের কর্মী নিয়ে একটি যৌথ দল ৷ কারখানার লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছে কিন্তু মাংস প্রক্রিয়াকরণ/প্যাকেজিং-এর কাজ এখনও চলছে, এমন অভিযোগ পাওয়ার পরেই কারখানাটিতে অভিযান চালানো হয়েছিল বলে জানা গিয়েছে আধিকারীকদের কাছ থেকে ৷
এসপি (গ্রামীণ) কেশব মিশ্রা এ বিষয়ে বলেন, "কারখানায় মাংসের একটি বড় মাল যেটি চালান করার জন্য সংরক্ষণ করা ছিল এবং কর্মকর্তারা এর ওজন এবং আইনগত অবস্থা খতিয়ে দেখেন ।" কারখানা থেকে মাংস সংগ্রহ করে গরুর মাংসের সন্দেহে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।