পুনে, 23 জুন : করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের প্রভাব শিশুদের উপর বেশি পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা ৷ এই পরিস্থিতিতে কিছুটা আশার কথা শোনালেন পুনের একদল গবেষক ৷ তাঁদের দাবি, হামের টিকা (Measles Vaccine) নেওয়া থাকলে শিশুদের করোনাভাইরাসের উপসর্গ খুবই সামান্য দেখা দিতে পারে ৷ তবে হামের টিকা না-নেওয়া শিশুদের উপর কোভিডের প্রভাব বেশি হবে ৷ সার্স-কভ-2 ভাইরাসের বিরুদ্ধে হামের টিকার কার্যকারিতা 87.5 শতাংশ বলেও দাবি করা হয়েছে পুনের বিজে মেডিক্যাল কলেজের গবেষণায় ৷
হিউম্যান ভ্যাকসিন ও ইমিউনোথেরাপিউটিকস নামে পুনের একটি পত্রিকায় এই গবেষণার রিপোর্ট প্রকাশিত হয়েছে ৷ এই গবেষণায় দাবি করা হয়েছে, সার্স-কভ-2 ভাইরাস (Covid Vaccine) মোকাবিলায় শিশুদের দীর্ঘমেয়াদি সুরক্ষাবলয় হিসেবে কাজ করবে হামের টিকা ৷ তবে এই দাবিকে নিশ্চিতরূপে তুলে ধরার জন্য তাঁদের আরও গবেষণার প্রয়োজন বলে জানিয়েছেন গবেষকরা ৷ তাঁদের নেতৃত্বে থাকা শিশু রোগ বিশেষজ্ঞ ডা. নীলেশ গুজার জানিয়েছেন, "এ ধরনের গবেষণা পৃথিবীতে এটাই প্রথম ৷ আমরা এই গবেষণায় এমএমআর টিকার উপর জোর দিয়েছি, কারণ সার্স-কভ-2 ভাইরাসের অ্যামিনো অ্যাসিডের ক্রমের সঙ্গে প্রায় 30 শতাংশ মিল রয়েছে রুবেলা ভাইরাসের ৷ মিসলস ভাইরাসের হেমাগ্লুটিনিন প্রোটিন ও সার্স-কভ-2-র স্পাইক প্রোটিনও অনেকটা একই রকম ৷ এই কারণেই আমরা গবেষণাটা করি এবং এর ফল খুবই আশাব্যাঞ্জক ৷"
আরও পড়ুন:ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের তিনটি চরিত্রের সন্ধান ভারতে, দুশ্চিন্তা প্রকাশ কেন্দ্রের