নয়াদিল্লি, 7 ডিসেম্বর: সারা বিশ্বের বিভিন্ন জেলে 9521 জন ভারতীয় বন্দি রয়েছেন ৷ এঁদের মধ্যে অনেকে আবার রয়েছেন বিচারাধীন বন্দি হিসেবে ৷ বৃহস্পতিবার রাজ্যসভায় কেন্দ্রীয় সরকারের তরফে এই তথ্য জানানো হয়েছে ৷ সেখানে উল্লেখ করা হয়েছে, সারা বিশ্বের বিভিন্ন জেলে যত ভারতীয় বন্দি হয়ে রয়েছেন, তার মধ্যে 60 শতাংশ (5750 জন) রয়েছেন উপসাগরীয় দেশগুলিতে ৷ এ দিন বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলিধরন রাজ্যসভায় জানিয়েছেন যে সরকার বিদেশে সমস্ত ভারতীয়দের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় । যাঁরা বিদেশের জেলে রয়েছেন, তাঁদের দিকটিও সরকার গুরুত্ব দিয়ে দেখে ৷
কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মল্লিকার্জুন খাড়গে বিদেশে বন্দি ভারতীয় নাগরিকের সংখ্যা এবং এঁদের কতজন বিচারাধীন বন্দি, সেই সংখ্যা জানতে চেয়েছিলেন সরকারের কাছে ৷ তার প্রেক্ষিতেই এ দিন রাজ্যসভায় কেন্দ্রের তরফে লিখিত উত্তর দেওয়া হয়েছে ৷
বিদেশমন্ত্রক জানিয়েছে যে উপসাগরীয় অঞ্চলে 5750 জন ভারতীয় জেলে বন্দি ৷ এঁদের মধ্যে সৌদি আরবে 2200 ভারতীয় বন্দি রয়েছেন ৷ সংযুক্ত আরব আমিরশাহীতে 2143 জন রয়েছেন ৷ কাতারে 752 জন, বাহারিনে 110 জন, কুয়েতে 410 জন ও ওমানে 135 জন ভারতীয় জেলে বন্দি রয়েছেন । তাছাড়া ব্রিটেনে 278 জন, মার্কিন যুক্তরাষ্ট্রে 170 জন, পাকিস্তানে 308 জন, নেপালে 1227 জন, মালয়েশিয়ায় 309 জন, চিনে 180 জন ও ইতালিতে 165 জন ভারতীয় বন্দি রয়েছেন ৷