নয়াদিল্লি, 27 অগস্ট : আফগানিস্তানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করে আনাই ভারত সরকারের প্রাথমিক লক্ষ্য ৷ তাছাড়া সেই সমস্ত আফগানদেরও পাশে থাকবে ভারত, যাঁরা এই পরিস্থিতিতে ভারতের পাশে ছিলেন ৷ শুক্রবার বিদেশমন্ত্রকের তরফে এই বিষয়টি জানানো হয়েছে ৷
এদিন নয়াদিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী ৷ তিনি জানান, ভারত এখনও পর্যন্ত সাড়ে পাঁচশো জনকে আফগানিস্তান থেকে উদ্ধার করে এনেছে ৷ তাঁদের অনেককে আনা হয়েছে সরাসরি কাবুল থেকে ৷
আরও পড়ুন :Biman Air : মাঝ আকাশে পাইলটের হার্ট অ্যাটাক, নাগপুর জরুরি অবতরণ ঢাকাগামী বিমানের
যাঁদের উদ্ধার করা হয়েছে, তাঁদের মধ্যে 260 জন ভারতীয় ৷ এছাড়া আরও অনেক ভারতীয়কে অন্য দেশের সহায়তায় উদ্ধার করা হয়েছে বলে অরিন্দম বাগচী জানিয়েছেন ৷ তাঁর কথায়, সেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র, তাজাকিস্তানের মতো দেশের সঙ্গে ভারতীয় বিদেশমন্ত্রক সব সময় যোগাযোগ রেখে চলেছে ৷
সামগ্রিক পরিস্থিতি বিচার করে তিনি জানিয়েছেন, যে সমস্ত ভারতীয়রা আফগানিস্তান থেকে ফিরতে চেয়েছেন, তাঁদের বেশিরভাগকেই ফিরিয়ে আনা হয়েছে ৷ এখনও অনেকে আফগানিস্তানে থাকতে পারেন ৷ কিন্তু ঠিক কতজন আছেন, সেই সংখ্য়া তিনি জানাতে পারেননি ৷
আরও পড়ুন :Afghanistan : আফগানিস্তান ইস্যুতে কেন্দ্রের পাশে মমতা, সর্বদলে আশ্বাস তৃণমূলের
প্রসঙ্গত, গত 15 অগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নেয় পাকিস্তান ৷ সামান্য একটি অংশ বাদে বাকি আফগানিস্তান এখন তাদের দখলে ৷ এর জেরে সেখানে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে ৷ ভারত-সহ বিভিন্ন দেশ সেই দেশের নাগরিকদের ফিরিয়ে আনছে ৷
কিন্তু অনেক আফগানও চলে আসতে চাইছেন নিজেদের দেশ থেকে ৷ ভারতের তরফে ই-ভিসা দেওয়া হচ্ছে ৷ তাছাড়া অনেক আফগান হিন্দু ও শিখকে ভারতীয় সেনা উদ্ধার করে এনেছে ৷ ভারতীয় ও আফগানদের উদ্ধার করার জন্য ভারতীয় বায়ুসেনার এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন দেবী শক্তি ৷
আরও পড়ুন :Modi-Putin : আফগানিস্তান নিয়ে পুতিনের সঙ্গে ফোনে কথা মোদির