পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Afghanistan : কাবুলে ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ীর অপহরণে উদ্বিগ্ন বিদেশ মন্ত্রক - অরিন্দম বাগচি

কাবুল থেকে অপহৃত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী ৷ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক ৷ তারা গোটা ঘটনার দিকে নজর রাখছে ৷ বৃহস্পতিবার একথা জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি ৷

MEA 'in touch with all concerned' in Indian national's abduction case in Kabul
Afghanistan : কাবুলে ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ীর অপহরণে উদ্বিগ্ন বিদেশ মন্ত্রক

By

Published : Sep 16, 2021, 6:50 PM IST

নয়াদিল্লি, 16 সেপ্টেম্বর :কাবুলে ভারতীয় নাগরিককে অপহরণের ঘটনায় আগামী দিনে জল কোথায়, কত দূর গড়ায়, সে বিষয়ে সর্বদা নজর রাখছে ভারত সরকার (Government of India) ৷ বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের (Ministry of External Affairs) তরফে এমনটাই জানানো হয়েছে ৷ বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি (Arindam Bagchi) জানিয়েছেন, তাঁরা এই ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন ৷

আরও পড়ুন :Zabiullah Mujahid : কাবুলে প্রতিপক্ষের নাকের ডগায় ছিলাম, ওরা আমাকে 'ভূত' ভেবেছিল : মুজাহিদ

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন অরিন্দম ৷ সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘কাবুল থেকে একজন ভারতীয় বংশোদ্ভূত নাগরিক নিখোঁজ হয়ে গিয়েছেন বলে আমরা শুনেছি ৷ সংবাদমাধ্যমে এই সংক্রান্ত খবর দেখেছি আমরা ৷ ওই ব্যক্তির নাম বাঁশরীলাল ৷ আমরা পুরো ঘটনার উপর লাগাতার নজর রাখছি ৷ স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে আমরা জানতে পেরেছি ৷ আমরা আগামী দিনেও এই বিষয়টির দিকে নজর রাখব এবং কোনও খবর হাতে এলেই আপনাদের জানাব ৷’’

প্রসঙ্গত, দু’দিন আগেই ভারতীয় বংশোদ্ভূত ওই ব্যক্তিকে অপহরণের খবর প্রকাশ্যে আসে ৷ 50 বছরের ওই ব্যক্তির পুরো নাম বাঁশরীলাল আরেন্ধি ৷ তিনি পেশায় ব্যবসায়ী ৷ গত মঙ্গলবার স্থানীয় সময় সকাল আটটা নাগাদ তাঁকে অপহরণ করা হয় বলে অভিযোগ ৷ সূত্রের দাবি, বন্দুক দেখিয়ে তাঁকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা ৷

আরও পড়ুন :India in SCO Summit : আগামিকাল দুশনবেতে এসসিও বৈঠকে মোদি-ইমরান-শিংপিং

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে বাঁশরীলালের দোকানে ৷ কাবুলে একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থা রয়েছে তাঁর ৷ মঙ্গলবার সকালে অন্যান্য দিনের মতোই দোকানে গিয়েছিলেন তিনি ৷ সঙ্গে তাঁর কর্মচারীরাও ছিলেন ৷ অভিযোগ, ঠিক তখনই সেখানে হানা দেয় দুষ্কৃতীরা ৷ সকলের সামনেই তুলে নিয়ে যায় বাঁশরীলালকে ৷

ABOUT THE AUTHOR

...view details