পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Md Salim: গুজরাতে কেজরিকে 'চোর' স্লোগান, বাংলার ছায়া দেখছেন বাম নেতা - মহম্মদ সেলিম

গুজরাতের আসন্ন বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Election 2022) প্রচারে গিয়ে 'চোর-চোর' স্লোগান শুনতে হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) ৷ এই প্রসঙ্গে কী বললেন মহম্মদ সেলিম (Md Salim) ?

Md Salim reaction on Agitation during Gujarat Assembly Election 2022 Campaign of Arvind Kejriwal
Md Salim: গুজরাতে কেজরিকে 'চোর' স্লোগান, বাংলার ছায়া দেখছেন বাম নেতা

By

Published : Oct 30, 2022, 5:45 PM IST

কলকাতা, 30 অক্টোবর:গুজরাতের আসন্ন বিধানসভা নির্বাচনে (Gujarat Assembly Election 2022) বামপন্থীদের উপস্থিতি চোখে না-পড়লেও মোদির রাজ্য়ে নির্বাচনী প্রচার চলাকালীন একটি ঘটনা নিয়ে মুখ খুলে নজর কাড়লেন সিপিএম নেতা মহম্মদ সেলিম (Md Salim) ৷ আসলে নির্বাচনী প্রচার ঘিরে কার্যত উৎসব আবহ তৈরি হয়েছে গুজরাতে ৷ বিজেপি আর আপ-এর মধ্যে জোর টক্কর চলছে ৷ এইরকম পরিস্থিতিতে শনিবার গুজরাতের নবসারিতে প্রচারে যান দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ-এর প্রধান নেতা অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ৷ তারপর থেকেই সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সংবাদ মাধ্যমে এ নিয়ে খবরও হয়েছে ৷ আর সেই খবর দেখেই বিরক্তি প্রকাশ করেছেন মহম্মদ সেলিম ৷ তাঁর দাবি, এই ভিডিয়ো নাকি আদতে 'অ্য়াকশন রিপ্লে' !

শনিবার ঠিক কী ঘটেছিল, বিভিন্ন সংবাদমাধ্যমে সম্প্রচারিত ভিডিয়োয় দেখা গিয়েছে, কেজরিওয়ালের কনভয় এলাকায় ঢুকতেই রাস্তার দু'ধারে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ 'চোর-চোর' স্লোগান তুলছেন ৷ একইসঙ্গে, তাঁদের মুখে 'মোদি-মোদি' স্লোগানও শোনা গিয়েছে ৷ সূত্রের দাবি, যাঁরা সেদিন বিক্ষোভ প্রদর্শন করেছেন, তাঁরা বিজেপি-এর সমর্থক ৷ আসলে গুজরাতে যে আপ-এর শিকে ছিঁড়বে না, ভোটের আগেই এমন একটি আবহ তৈরি করতে এই ধরনের বিক্ষোভের আয়োজন করা হয়েছে বলে অভিযোগ ৷ যা নতুন কিছু নয় ৷ বস্তুত, এও এক ধরনের রাজনৈতিক লড়াইয়ের কৌশল ৷

আরও পড়ুন:'বিজেপির উদ্দেশ্য ভালো নয় !' অভিন্ন দেওয়ানি নীতি প্রসঙ্গে মন্তব্য কেজরির

সে যাই হোক, এই ভিডিয়ো ফুটেজ কেজরিওয়াল নিজেও টুইট করেছেন ৷ সেইসঙ্গে, তাঁর দাবি, গুজরাতে আপ-এর সরকার গঠিত হলে মানুষ সেরা পরিষেবা পাবে ৷ এবং আজ যাঁরা তাঁর বিরোধিতা করছেন, তাঁদেরই মন জিতে নেবেন কেজরিওয়াল ! এমনকী, ভবিষ্যতে এই বিরোধী মানুষগুলিই তাঁর দলে নাম লেখাবেন বলেও কার্যত নিজেকে চ্যালেঞ্জ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী !

রবিবার কেজরিওয়ালের সেই টুইট রিটুইট করেন মহম্মদ সেলিম ৷ সঙ্গে লেখেন, "অ্য়াকশন রিপ্লে ! বাংলায় একুশের বিধানসভা নির্বাচনের সময়েও একই ধরনের ফুটেজ এজেন্সিগুলি প্রচুর পরিমাণে ছড়িয়ে দিয়েছিল এবং চ্য়ানেলগুলিও তা সম্প্রচার করে উত্তপ্ত বিতর্কের আয়োজন করেছিল ৷ নির্বাচনের সময় ভুয়ো দ্বন্দ্ব তৈরি করতেই এমনটা করা হয়েছিল ৷ স্ক্রিপ্ট একই রয়েছে, শুধু অভিনেতারা বদলে গিয়েছেন !" এই টুইটেই সেলিম দাবি করেছেন, আরএসএস, বিজেপি, আপ থেকে তৃণমূল কংগ্রেস, সকলেই এখন প্রচারের জন্য এজেন্সি ভাড়া করে ৷ তাই যুবসমাজের এদের প্রশ্ন করা উচিত, 'আমাদের চাকরি কোথায়' ?

প্রসঙ্গত, ভোটের প্রকৃত ফল ঘোষণার আগেই সংবাদমাধ্যম ও সোশ্য়াল মিডিয়ার প্রচারের সৌজন্যে কোনও দলকে আগাম বিজয়ী বা পরাজিত হিসাবে প্রতিষ্ঠা করার প্রয়াস ইদানীং প্রায়ই দেখা যায় ৷ বাংলায় একুশের বিধানসভা নির্বাচনের প্রচারের সময়েও এমন ঘটনা ঘটেছিল ৷ অনেকেই রাজ্যে গেরুয়া ঝড় আসার বিষয়ে নিশ্চিত ছিলেন ৷ কিন্তু, বাস্তবে তেমন কিছু ঘটেনি ৷ ওয়াকিবহাল মহলের দাবি, ভোটারদের প্রভাবিত করতেই সুকৌশলে এই ধরনের প্রচারের বন্দোবস্ত করা হয় ! গুজরাতের ঘটনা টেনে আরও একবার সেদিকেই আমজনতার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম ৷ এবং একইসঙ্গে কাঠগড়ায় তুললেন আরএসএস, বিজেপি, আপ ও তৃণমূল কংগ্রেসকে ৷

ABOUT THE AUTHOR

...view details