পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 10, 2022, 12:46 PM IST

ETV Bharat / bharat

Congress: দিল্লিতে দলবদলে বিক্ষোভ জনতার, আপ ছেড়ে কংগ্রেসে প্রত্যাবর্তন তিন নেতার

দিল্লি নগর নিগমের (Municipal Corporation Delhi) ভোটে এবার 9টি আসনে জিতেছে কংগ্রেস (Congress) ৷ তার মধ্যে দু’জন কাউন্সিলর শুক্রবার সন্ধ্যায় আম আদমি পার্টিতে (Aam Aadmi Party) যোগদান করেন ৷ যা নিয়ে ব্যাপক হইচই হয় ৷ সাধারণ মানুষের বিক্ষোভের জেরে গভীর রাতে কংগ্রেসে ফিরে আসেন ওই দুই কাউন্সিলর ৷

MCD Polls 2022 public-used-right-to-recall-ali-mehndi-returned-to-congress-at-midnight
http://10.10.50.70:6060//finalout1/delhi-nle/thumbnail/10-December-2022/17165162_461_17165162_1670647836430.png

নয়াদিল্লি, 10 ডিসেম্বর: রাজনীতিতে দলবদল এখন হামেশাই হয় ৷ যে দলের বিরুদ্ধে মানুষ ভোট দেন, অনেক ক্ষেত্রেই জয়ী প্রার্থীকে সেই দলেই চলে যেতে দেখা যায় ৷ এতে সাধারণ ভোটাররা যে ক্ষুব্ধ হন, তা বোঝা গেল শুক্রবার ৷ দুই কংগ্রেস (Congress) কাউন্সিলর ভোটে জিতে আম আদমি পার্টিতে (Aam Aadmi Party) যোগ দেওয়া নিয়ে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড ঘটল রাজধানী দিল্লিতে (Delhi) ৷ গভীর রাত পর্যন্ত চলল বিক্ষোভ ৷ যার জেরে ওই দুই কাউন্সিলর কংগ্রেসে ফিরে আসতে বাধ্য হলেন ৷ পাশাপাশি যাঁর সঙ্গে তাঁরা দলবদল করেছিলেন, সেই নেতাও কংগ্রেসে থেকে যাওয়ার আশ্বাস দিয়েছেন ৷

ঠিক হয়েছে ঘটনাটি ? শুক্রবার সন্ধ্যায় দিল্লি কংগ্রেসের সহ-সভাপতি আলি মেহেন্দি এবং সম্প্রতি এমসিডি নির্বাচনে (MCD Polls 2022) জয়ী দুই কাউন্সিলর আম আদমি পার্টিতে যোগ দেন । উত্তর পূর্ব দিল্লির মুস্তাফাবাদ বিধানসভার অধীন বৃজপুরি ওয়ার্ড থেকে জয়ী হন নাজিয়া এবং মুস্তাফাবাদ থেকে জেতেন সাবিলা বেগম ৷ তাঁরাই আলি মেহেন্দি আম আদমি পার্টিতে যোগ দেন ৷ তাঁরা আপের নেতা দুর্গেশ পাঠকের উপস্থিতিতে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দলে যোগ দিয়েছিলেন । এর প্রতিবাদে শুক্রবার রাতে মুস্তাফাবাদে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ । ওই কংগ্রেস নেতাদের কুশপুত্তলিকা পোড়ানো হয় এবং বিক্ষোভ চলে রাত পর্যন্ত ৷

দিল্লিতে দলবদলে বিক্ষোভ জনতার

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ওই কংগ্রেস নেতাদের তাদের বাড়ি থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছিল ৷ বিক্ষোভকারীদের বক্তব্য, তাঁরা কংগ্রেসকে ভোট দিয়েছেন, এমন পরিস্থিতিতে নবনির্বাচিত কাউন্সিলররা দল পরিবর্তন করে ভোটারদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে । এরপর গভীর রাতে কংগ্রেসে ফিরে আসেন দিল্লি কংগ্রেসের সহ-সভাপতি আলি মেহেন্দি । তাঁর সঙ্গে আপে যোগ দেওয়া দুই কাউন্সিলর সম্পর্কে তিনি আরও বলেন, ‘‘তাঁরা ভুল করেছেন, তাঁরা কংগ্রেসেই থাকবেন ।’’ এই প্রসঙ্গে তিনি একটি ভিডিয়ো বার্তাও প্রকাশ করেন ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, সম্প্রতি হওয়া দিল্লি নগরনিগমের ভোটে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় কংগ্রেসের প্রতি আস্থা রেখেছেন সাধারণ মানুষ ৷ তাই ভোটে জয়ের সঙ্গে সঙ্গেই দুই কাউন্সিলরের কংগ্রেস ছেড়ে আপে যোগদান নিয়ে হইচই পড়ে যায় ৷ কংগ্রেসের শীর্ষস্তরের নেতা অজয় মাকেনও টুইট করেন এর প্রতিবাদে ৷ তিনি লেখেন, ‘‘আলি ভাই আপনার কাছ থেকে এটা আশা করিনি ! আপনার কোন রূপকে আপনি বাস্তব বলে মনে করেন ? আপের অফিস, নাকি এই দল (কংগ্রেস), যেখানে আপনি আপের বিরুদ্ধে কথা বলে নির্বাচনে জিতেছেন ? রাজনীতিতে উত্থান-পতন আসে এবং যায় । দলে সবসময় আমাদের ইচ্ছা পূরণ হয় না, তবে দল ও আদর্শই সর্বাগ্রে । আপনি এটা কেন করলেন ? বুঝতেই পারছি না ৷’’

দিল্লি কংগ্রেসের সহ-সভাপতি আলি মেহেন্দির টুইট

অন্যদিকে, দিল্লি বিজেপির (BJP) মুখপাত্র প্রবীণ শঙ্কর কাপুর এই নিয়ে আম আদমি পার্টির সমালোচনা করেছেন ৷ তাঁর অভিযোগ, দিল্লির মানুষ আজ অবাক হচ্ছেন যে গতকাল পর্যন্ত যারা অপারেশন লোটাসের ভয় দেখাত, তারা নিজেরাই কংগ্রেসে অপারেশন লুট চালাচ্ছে । এটা দুর্ভাগ্যজনক যে যারা অপারেশন লুট চালাচ্ছে, তারা নিজেরাই বিজেপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে ।

প্রসঙ্গত, দিল্লি নগরনিগমে (Municipal Corporation Delhi) মোট আসন 250টি ৷ বোর্ড গড়ার জন্য প্রয়োজনীয় সংখ্যা 126 ৷ এবারের ভোটে আপ পেয়েছে 134টি আসন ৷ বিজেপি পেয়েছে 104টি আসন ৷ কংগ্রেসের দখলে গিয়েছে 9টি আসন ৷ সেই ন’জনের মধ্যেই দু’জন আবার আপে যোগদান করেন ৷ যা নিয়েই গোলমাল হয় মুস্তাফাবাদে ৷

আরও পড়ুন:বিজেপির দেড় দশকের দুর্গ ভেঙে দিল্লি পৌরনিগমে 'পেহলে আপ'

ABOUT THE AUTHOR

...view details