নয়াদিল্লি, 10 ডিসেম্বর: রাজনীতিতে দলবদল এখন হামেশাই হয় ৷ যে দলের বিরুদ্ধে মানুষ ভোট দেন, অনেক ক্ষেত্রেই জয়ী প্রার্থীকে সেই দলেই চলে যেতে দেখা যায় ৷ এতে সাধারণ ভোটাররা যে ক্ষুব্ধ হন, তা বোঝা গেল শুক্রবার ৷ দুই কংগ্রেস (Congress) কাউন্সিলর ভোটে জিতে আম আদমি পার্টিতে (Aam Aadmi Party) যোগ দেওয়া নিয়ে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড ঘটল রাজধানী দিল্লিতে (Delhi) ৷ গভীর রাত পর্যন্ত চলল বিক্ষোভ ৷ যার জেরে ওই দুই কাউন্সিলর কংগ্রেসে ফিরে আসতে বাধ্য হলেন ৷ পাশাপাশি যাঁর সঙ্গে তাঁরা দলবদল করেছিলেন, সেই নেতাও কংগ্রেসে থেকে যাওয়ার আশ্বাস দিয়েছেন ৷
ঠিক হয়েছে ঘটনাটি ? শুক্রবার সন্ধ্যায় দিল্লি কংগ্রেসের সহ-সভাপতি আলি মেহেন্দি এবং সম্প্রতি এমসিডি নির্বাচনে (MCD Polls 2022) জয়ী দুই কাউন্সিলর আম আদমি পার্টিতে যোগ দেন । উত্তর পূর্ব দিল্লির মুস্তাফাবাদ বিধানসভার অধীন বৃজপুরি ওয়ার্ড থেকে জয়ী হন নাজিয়া এবং মুস্তাফাবাদ থেকে জেতেন সাবিলা বেগম ৷ তাঁরাই আলি মেহেন্দি আম আদমি পার্টিতে যোগ দেন ৷ তাঁরা আপের নেতা দুর্গেশ পাঠকের উপস্থিতিতে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দলে যোগ দিয়েছিলেন । এর প্রতিবাদে শুক্রবার রাতে মুস্তাফাবাদে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ । ওই কংগ্রেস নেতাদের কুশপুত্তলিকা পোড়ানো হয় এবং বিক্ষোভ চলে রাত পর্যন্ত ৷
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ওই কংগ্রেস নেতাদের তাদের বাড়ি থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছিল ৷ বিক্ষোভকারীদের বক্তব্য, তাঁরা কংগ্রেসকে ভোট দিয়েছেন, এমন পরিস্থিতিতে নবনির্বাচিত কাউন্সিলররা দল পরিবর্তন করে ভোটারদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে । এরপর গভীর রাতে কংগ্রেসে ফিরে আসেন দিল্লি কংগ্রেসের সহ-সভাপতি আলি মেহেন্দি । তাঁর সঙ্গে আপে যোগ দেওয়া দুই কাউন্সিলর সম্পর্কে তিনি আরও বলেন, ‘‘তাঁরা ভুল করেছেন, তাঁরা কংগ্রেসেই থাকবেন ।’’ এই প্রসঙ্গে তিনি একটি ভিডিয়ো বার্তাও প্রকাশ করেন ।