নয়াদিল্লি, 7 ডিসেম্বর:দিল্লির পৌরনিগম (এমসিডি) নির্বাচনের (MCD Poll Results) ভোটগণনা চলাকালীনই দলীয় নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)৷ বুধবার উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং অন্যান্য শীর্ষ আপ নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি (Kejriwal holds meeting with AAP leaders)। এছাড়াও সেই বৈঠকে উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতা রাঘব চাড্ডা ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান । ফল প্রকাশের পরবর্তী রণকৌশল ঠিক করতেই এই বৈঠক বলে মনে করছে রাজনৈতিক মহল (MCD Elections Counting 2022)৷
দলের সদর দফতরে সংবাদমাধ্যমকে আপ মুখপাত্র সঞ্জীব ঝা জানিয়েছেন যে, আপের সদস্যই দিল্লি পৌরনিগমের মেয়র হতে চলেছেন ৷ তাঁর কথায়, "বিজেপি দিল্লিকে আবর্জনায় ঢেকে দিয়েছে, এটি পরিষ্কার করা হবে এবং এমসিডিতে অরবিন্দ কেজরিওয়ালের সরকার গঠন করা হবে । দিল্লির জনতা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে, আপ-কেই এমসিডিতে আনবে, যাতে দিল্লি পরিষ্কার এবং সুন্দর হয় ৷"