নয়াদিল্লি, 23 জুন : থমকে যাওয়া উড়ান আকাশ ছোঁবে আবার ৷ এ বছরের শেষে নতুন যাত্রা শুরু করবে জেট এয়ারওয়েজ 2.0 ৷ 2019-এর এপ্রিলে বিপুল ক্ষতির কারণে বন্ধ হয়ে গিয়েছিল এই বিমান সংস্থাটি ৷ কিন্তু এবার কোম্পানির নতুন পরিকল্পনা ন্যাশনাল কোম্পানিজ ল ট্রাইবুনাল (NCLT)-র ছাড়পত্র পেয়েছে ৷
আরও পড়ুন : শরদ পাওয়ারের বাড়িতে বাম-তৃণমূল সহ আট দলের বৈঠক, তবু তৃতীয় ফ্রন্টে রাখঢাক
বর্তমানে এই বিমান সংস্থার মালিক ব্রিটেনের কালরক ক্যাপিটাল আর আরব আমিরশাহির মুরারি লাল জালান ৷ 2019-এ কোম্পানিকে পুনরুজ্জীবিত করতে বিশেষজ্ঞ আশিস চাওছারিয়াকে নিয়োগ করা হয় ৷ জেট এয়ারওয়েজ়ের বিমান চালনা শুরু হওয়া প্রসঙ্গে তিনি বলেন, "আমরা আমাদের পরিকল্পনা নিয়ে আশাবাদী ৷ এ বছরের শেষেই হয়ত জেট এয়ারওয়েজ়ের বিমানকে আকাশে উড়তে দেখব ৷" এনসিএলটি দেশের কেন্দ্রীয় অসামরিক বিমান সংস্থা ডিজিসিএ (Directorate General of Civil Aviation) আর বিমান মন্ত্রক (Civil Aviation Ministry)-কে 90 দিনের মধ্যে জেট এয়ারওয়েজ়কে স্লট দেওয়ার কথা জানিয়েছে ৷
আশিস আরও জানিয়েছেন, প্রথম দিনেই হয়ত 120 টি এয়ারক্রাফ্ট নিয়ে যাত্রা শুরু করবে না জেট এয়ারওয়েজ় 2.0 ৷ সংস্থাটি চালু হলে প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষিত লোক যেমন গ্রাউন্ড হ্যান্ডলার, বিমান পরিচালক, বিমানকর্মী নেওয়া হবে ৷ 20টি ন্যারো বডি আর 5টি ওয়াইড বডি বিমান চালানোর কথা রয়েছে এখন ৷ দেশের ভিতরে আর বাইরে বিভিন্ন রুটে স্লট পাওয়া নিয়ে বিমান মন্ত্রক, ডিজিসিএ, বিমানবন্দরগুলির সঙ্গে আলোচনা চলছে ৷ " আজ পরিকল্পনা ছাড়পত্র পেয়েছে ৷ এতে কোম্পানির লাইসেন্স আবার চালু হবে ৷ এবার বিমান কর্মীদের তৈরি হতে হবে... " আশ্বস্ত করলেন তিনি ৷