নয়াদিল্লি, 13 জুলাই : শৈলশহরে ছুটি কাটাতে যাওয়া এবং বাজার-দোকানে মাস্ক (Mask) ও শারীরিক দূরত্ববিধি (Social Distancing) না মেনে ঘোরাফেরা করা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ মঙ্গলবার তিনি উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন ৷ সেখানেই এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ৷
এদিনের ওই ভার্চুয়াল বৈঠকে অসম, নাগাল্যান্ড, ত্রিপুরা, সিকিম, মনিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং মিজোরামের মুখ্যমন্ত্রীরা ছিলেন ৷ কেন্দ্রীয় সরকারের তরফে মোদি ছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ৷
আরও পড়ুন :মন্ত্রিসভার পর ক্যাবিনেট কমিটিগুলিতেও বড়সড় রদবদল মোদি সরকারের
বৈঠকে প্রধানমন্ত্রী করোনার টিকাকরণের (Covid Vaccination) বিষয়টিতে আরও জোর দেওয়ার পরামর্শ দেন ৷ করোনার তৃতীয় ঢেউয়ের (Covid Third Wave) মোকাবিলা করার জন্য টিকাকরণ জরুরি বলে তিনি মন্তব্য করেন ৷ তার সঙ্গেই তিনি করোনাবিধি মানতে নাগরিকদের উদাসীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ৷
তিনি বলেন, ‘‘এটা সত্যি যে করোনার জেরে পর্যটন এবং ব্যবসায় মারাত্মক প্রভাব পড়েছে ৷ তা সত্ত্বেও আমি এই বিষয়টিতে জোর দিতে চাইব যে শৈলশহর, বাজারে মাস্ক ছড়ায় অযথা ভিড় করা একেবারেই উচিত নয় ৷’’ তাই তিনি মনে করিয়ে দিয়েছেন যে করোনার তৃতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়াইয়ে সকল ভারতবাসীকে কাঁধেকাঁধ মিলিয়ে লড়াই করতে হবে ৷
আরও পড়ুন :স্কুল খুলুক, চাইছেন মহারাষ্ট্রের 85 শতাংশ অভিভাবক
তৃতীয় ঢেউয়ের আগে যে দেশের স্বাস্থ্য পরিকাঠামো আরও মজবুত করতে চায় তাঁর সরকার, এই বিষয়টিও এদিন ওই ভার্চুয়াল বৈঠকে জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ সম্প্রতি মন্ত্রিসভায় রদবদলের পর কেন্দ্রীয় সরকার স্বাস্থ্যক্ষেত্রে 23 হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ এই অর্থের অংশ থেকে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি স্বাস্থ্য পরিকাঠামোয় বদল আনতে পারবে বলে মোদি জানিয়েছেন ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন যে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা যখন একটু একটু করে কমছে ৷ ক্রমশ সংক্রমণের হার নিচের দিকে নামছে, তখনই মাস্ক ছাড়া বহু মানুষকে পথেঘাটে দেখা হচ্ছে ৷ অনেক জায়গায় অযথা ভিড়ও হচ্ছে৷ সম্প্রতি হিমাচল প্রদেশের এক শৈলশহরে প্রচুর পর্যটকদের ভিড় দেখা গিয়েছিল ৷ যা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছিলেন ৷ এবার সেই উদ্বেগ ধরা পড়ল প্রধানমন্ত্রীর গলাতেও ৷
আরও পড়ুন :অসুস্থ চোক্সি, অন্তর্বর্তী জামিন দিল ডমিনিকার আদালত