চেন্নাই, 12 মার্চ: এবার থেকে ইঞ্জিয়ারিং পড়তে দ্বাদশ শ্রেণিতে অঙ্ক ও পদার্থবিজ্ঞান থাকা বাধ্য়তামূলক নয় ৷ 2021-22 শিক্ষাবর্ষের জন্য় একটি হ্য়ান্ডবুক প্রকাশ করেছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্য়াল এডুকেশন বা এআইসিটিই ৷ ওই হ্য়ান্ডবুকেই এই বিষয়ে জানানো হয়েছে ৷
এআইসিটিই প্রকাশিত ওই হ্য়ান্ডবুকে বলা হয়েছে, বিই বা বিটেক-এ ভর্তি হতে গেলে দ্বাদশ শ্রেণিতে অঙ্ক ও পদার্থবিজ্ঞান ঐচ্ছিক বিষয় হিসেবে থাকলেই চলবে ৷ এখনও পর্যন্ত, ইঞ্জিয়ারিংয়ে ভর্তি হতে গেলে দ্বাদশ শ্রেণিতে অঙ্ক ও পদার্থবিজ্ঞান থাকা বাধ্য়তামূলক৷
বিই বা বিটেকে ভর্তির ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে পরিবর্তনের কথা ওই হ্য়ান্ডবুকে জানিয়েছে এআইসিটিই৷ বলা হয়েছে, 10+2 স্তরে পদার্থবিদ্য়া, অঙ্ক, রসায়ন, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, আইটি,বায়োটেকনোলজি,টেকনিক্য়াল ভোকেসনাল সাবজেক্ট, কৃষিবিদ্য়া, ইঞ্জিয়ারিং গ্রাফিক্স, বিজনেস স্টাডিস- বিষয়ের মধ্য়ে যে কোনও তিনটি বিষয় নিয়ে পাশ করলেই তিনি ইঞ্জিয়ারিংয়ে ভর্তি হতে পারবেন৷ একইসঙ্গে সাধারণ পড়ুয়াদের জন্য় 45 শতাংশ নম্বর থাকা বাঞ্ছনীয়৷
এতে কোনও সমস্য়া হবে না?