পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রাণ প্রতিষ্ঠায় মুসলিম কারিগরদের তৈরি বিশেষ নূপুর পরবেন মাতা জানকী ও রামলালা - রামলালার প্রাণ প্রতিষ্ঠা

Special Payal for Mata Janaki and Shree Ram from Agra: রামলালার প্রাণ প্রতিষ্ঠায় মাতা জানকীর পায়ে শোভা পাবে ময়ূর কল্কার বিশেষ নূপুর জোড়া ৷ যা তৈরি করছেন আগ্রার মুসলিম কারিগররা ৷ কী বিশেষত্ব রয়েছে এই নূপুরে ?

Etv Bharat
সীতা মায়ের জন্য আগ্রার মুসলিম কারিগররা বিশেষ নূপুর তৈরি করছেন

By ETV Bharat Bangla Team

Published : Jan 7, 2024, 2:11 PM IST

সীতা মায়ের জন্য আগ্রার মুসলিম কারিগররা বিশেষ নূপুর তৈরি করছেন

আগ্রা, 7 জানুয়ারি: অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন আর মাত্র কিছুদিনের অপেক্ষা ৷ এশিয়ার বৃহত্তম সোনার বাজারে মাতা জানকীর (সীতা) জন্য তৈরি হচ্ছে রূপোর নূপুর ৷ ময়ূরের কল্কায় তৈরি এই নূপুর 22 জানুয়ারি রামমন্দিরে অবস্থিত মাতা জানকীর চরণে দেখা যাবে ৷ বিশেষত্ব হল এই নূপুর তৈরি করছেন মুসলিম কারিগররা ৷ সম্পূর্ণ হয়ে গেলে তাঁরা এই নূপুর অযোধ্যায় নিয়ে যাবেন ।

22 জানুয়ারি অযোধ্যায় মন্দির উদ্বোধনের পর রামলালার অভিষেক হওয়ার কথা ৷ সেই কারণে ভগবান রামের মামারবাড়ি ছত্তিশগড় থেকে 3 হাজার কুইন্টাল চাল আসছে ৷ নেপালের জনকপুরে তাঁর শ্বশুরবাড়ি থেকে আসছে জামাকাপড়, ফল, বাদাম ও উপহার ৷ ইটা থেকে 2100 কেজির ঘণ্টা ৷ এছাড়াও গুজরাতের ভাদোদরা থেকে পৌঁছবে 108 ফুট লম্বা ধূপকাঠি ৷ একই সময়ে, এশিয়ার বৃহত্তম স্বর্ণ বাজার আগ্রার কারিগররা তাদের প্রিয় শ্রী রাম এবং মাতা জানকীকে এই রূপোর নূপুর উপহার দেবেন । প্রাণ প্রতিষ্ঠার দিন এখানকার স্বর্ণ ব্যবসায়ীরা অযোধ্যা যাবেন ।

এই প্রসঙ্গে আগ্রা স্বর্ণ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি নীতেশ আগরওয়াল বলেন যে, "500 বছর পরে আমাদের প্রিয় রামলালা তাঁর বিশাল মন্দিরে বসবেন । এমন পরিস্থিতিতে সুলহকুল শহর আগ্রা থেকে মাতা জানকী এবং ভগবান শ্রী রামের জন্য রূপোর নূপুর তৈরি করা হচ্ছে । এখানকার মুসলিম কারিগররা এগুলো তৈরি করছেন । এর ওজন 551 গ্রাম ৷ এতে থাকবে মা সীতার প্রিয় ময়ূরের মূর্তি । মুসলিম কারিগররা 6 ইঞ্চি এই রূপোর নূপুরের গোড়ালির কাছে একটি বড় ময়ূরের মূর্তি খোদাই করেছেন । ময়ূরের পালকে তৈরি হয়েছে চক্র । এতে একটি মোটর আছে । দুটি চাকাই ওই মোটর দিয়ে ঘুরবে । এতে নুপূরের সৌন্দর্য আরও বাড়বে । এর দাম 40 হাজার টাকা । আগ্রা স্বর্ণব্যবসায়ী অ্যাসোসিয়েশন এটি ভগবান শ্রী রামের কাছে উপহার হিসাবে হস্তান্তর করবে ।"

এই নূপুর তৈরি করা মনু প্রজাপতি জানান, তিনি 22 বছর ধরে নূপুর তৈরি করছেন । মাতা জানকীর জন্য নূপুর বানানোর সৌভাগ্য পেয়েছেন । এতটাই আনন্দিত তিনি যে, তাঁর মনে হচ্ছে 22 বছর আগে এই লক্ষ্যেই কাজ শুরু করেছিলেন তিনি । এতে ময়ূরের প্রতিকৃতি খোদাই করেছেন কারিগর ফাজিল আলি ।

গঙ্গা-যমুনা সংস্কৃতির একটি দুর্দান্ত উদাহরণ হল আগ্রা । সেই কথা মাথায় রেখেই মাতা জানকীর জন্য তৈরি করা হয়েছে রূপোর নূপুর ৷ এরপর ভগবান শ্রী রামের জন্যও নূপুর বানানো হবে ৷ আগ্রার সবচেয়ে ভালো নূপুর রামলালা এবং মাতা জানকীর পায়ের সৌন্দর্য বাড়িয়ে দেবে বলে বিশ্বাস তাঁদের ।

আরও পড়ুন :

1 ঘরে আসুন রামলালা, মন্দির প্রতিষ্ঠার দিনে সন্তান জন্মের ইচ্ছেপ্রকাশ যোগীরাজ্যের গর্ভবতীদের

2রামলালার দর্শনের অপেক্ষায় বাবরি মসজিদ ধ্বংসের প্রথম ছবি তোলা চিত্রগ্রাহক

3রামলালার পুজোয় সর্বধর্ম সমন্বয়ের বার্তা, অযোধ্যা থেকে রামজ্যোতি আনবেন সংখ্যালঘু মহিলা

ABOUT THE AUTHOR

...view details