কোরবা(ছত্রিশগড়), 19 জুন: সোমবার ছত্রিশগড়ে কোরবা নগরে বাণিজ্যিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে কমপ্লেক্সের প্রথম তলায় কর্মরত এলাহাবাদ ব্যাংকের এক কর্মী-সহ তিনজনের মৃত্যু হয়েছে ৷
জানা গিয়েছে, কাপড়ের শোরুমে কেনাকাটা করতে গিয়েছিলেন এক মহিলা। তিনি চেঞ্জিং রুমে ছিলেন। সেই সময়ই কোনওভাবে কমপ্লেক্সে আগুন লাগে ৷ কিছুক্ষণের মধ্যেই আগুন নীচের তলার 10টি দোকানে এবং প্রথম তলায় ব্যাংক ও টেক্সটাইলের শো-রুমে ছড়িয়ে পড়ে ৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে ৷ দমকলের প্রায় 3টি ইঞ্জিন প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷
আগুন আতঙ্কে 25 থেকে 30 জন দোতলা থেকে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচেন। কিন্তু ভিতরে আটকে পড়েন তিনজন ৷ দমকলকর্মীরা কোনওভাবে ব্যাংককর্মী রশ্মি সিং এবং শত্রুঘ্ন ধীরহ-সহ আরও একজনকে উদ্ধার করেন। তড়িঘড়ি তাঁদের কোরবা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অগ্নিসংযোগের ঘটনায় আহত হয়েছেন 12 জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণে কমপ্লেক্সে আগুন লেগেছে ৷ ইতিমধ্যেই পুরো কমপ্লেক্সটি ভস্মীভূত হয়ে গিয়েছে ৷ তবে এখন পর্যন্ত ঘটনাস্থলে রয়েছেন দমকলকর্মীরা। মেডিক্যাল কলেজ হাসপাতালের ডিন ডাঃ অবিনাশ মিশ্র বলেন, "অগ্নিসংযোগের ঘটনার পর হাসপাতালে নিয়ে আসা 3 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 1 জন পুরুষ ও 2 জন মহিলা রয়েছেন। আহতদের সম্পর্কে আপাতত কোনও তথ্য নেই।"