পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Massive Fire in Korba: বাণিজ্যিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনের হাত থেকে বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ, মৃত 3 - ছত্রিশগড়ে বাণিজ্যিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন

ছত্রিশগড়ে কোরবা নগরের বাণিজ্যিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন ৷ দুপুর নাগাদ আগুন লাগে ৷ আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তিনজনের ৷

Massive Fire in Korba
ছত্রিশগড়ে বাণিজ্যিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন

By

Published : Jun 19, 2023, 9:58 PM IST

ছত্রিশগড়ে বাণিজ্যিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন

কোরবা(ছত্রিশগড়), 19 জুন: সোমবার ছত্রিশগড়ে কোরবা নগরে বাণিজ্যিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে কমপ্লেক্সের প্রথম তলায় কর্মরত এলাহাবাদ ব্যাংকের এক কর্মী-সহ তিনজনের মৃত্যু হয়েছে ৷

জানা গিয়েছে, কাপড়ের শোরুমে কেনাকাটা করতে গিয়েছিলেন এক মহিলা। তিনি চেঞ্জিং রুমে ছিলেন। সেই সময়ই কোনওভাবে কমপ্লেক্সে আগুন লাগে ৷ কিছুক্ষণের মধ্যেই আগুন নীচের তলার 10টি দোকানে এবং প্রথম তলায় ব্যাংক ও টেক্সটাইলের শো-রুমে ছড়িয়ে পড়ে ৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে ৷ দমকলের প্রায় 3টি ইঞ্জিন প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷

আগুন আতঙ্কে 25 থেকে 30 জন দোতলা থেকে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচেন। কিন্তু ভিতরে আটকে পড়েন তিনজন ৷ দমকলকর্মীরা কোনওভাবে ব্যাংককর্মী রশ্মি সিং এবং শত্রুঘ্ন ধীরহ-সহ আরও একজনকে উদ্ধার করেন। তড়িঘড়ি তাঁদের কোরবা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অগ্নিসংযোগের ঘটনায় আহত হয়েছেন 12 জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণে কমপ্লেক্সে আগুন লেগেছে ৷ ইতিমধ্যেই পুরো কমপ্লেক্সটি ভস্মীভূত হয়ে গিয়েছে ৷ তবে এখন পর্যন্ত ঘটনাস্থলে রয়েছেন দমকলকর্মীরা। মেডিক্যাল কলেজ হাসপাতালের ডিন ডাঃ অবিনাশ মিশ্র বলেন, "অগ্নিসংযোগের ঘটনার পর হাসপাতালে নিয়ে আসা 3 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 1 জন পুরুষ ও 2 জন মহিলা রয়েছেন। আহতদের সম্পর্কে আপাতত কোনও তথ্য নেই।"

শহরের মাঝখানে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ৷ আগুন লাগার খবর পেয়ে কালেক্টর সঞ্জীব ঝা, এসপি উদয় কিরণ এবং পৌর কমিশনার প্রভাকর পাণ্ডে ঘটনাস্থলে পৌঁছন। কালেক্টর সঞ্জীব ঝা বলেন, "বাণিজ্যিক কমপ্লেক্সে আগুন লেগেছে। এতে কয়েকজন আহতও হয়েছেন। আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি ৷ আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে। প্রথম তলায় কিছু কাজ বাকি আছে। আর কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷"

আরও পড়ুন:300 কোটি টাকার প্রতারণা দম্পতির, লুক-আউট নোটিশ জারি পুলিশের

উল্লেখ্য, টিপি নগরের বাণিজ্যিক এই কমপ্লেক্স কয়েক দশকের পুরনো। এখানে শহরের সবচেয়ে বড় দোকান রয়েছে ৷ নীচতলায় মোবাইল, ইলেকট্রনিক ও কাপড়ের দোকান রয়েছে। কাপড়ের শো-রুম ও একটি গোডাউনে আগুন লাগে। দোকান ভস্মীভূত হওয়ার পাশাপাশি জানা গিয়েছে, ব্যাংকে রাখা নগদ টাকাও পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷ ফলে এই ঘটনায় কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details