পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Fire Broke Out at Hospital: মধ্যপ্রদেশের হাসপাতালে আগুন, মৃত্যু হল 8 জনের - মধ্যপ্রদেশএ

জবলপুরের মাল্টি স্পেশালিটি হাসপাতালে আগুন লাগার ঘটনায় মৃত্যু হল 8 জনের ৷ তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান(Fire Broke Out at Hospital)৷

madhya pradesh fire
মধ্যপ্রদেশের হাসপাতালে

By

Published : Aug 1, 2022, 5:45 PM IST

Updated : Aug 1, 2022, 10:26 PM IST

জবলপুর(মধ্যপ্রদেশ), 1 অগস্ট: নিউ লাইফ মাল্টি স্পেশালিটি হাসপাতালে আগুন(massive fire broke out in jabalpur hospital many patient died)৷ মধ্যপ্রদেশের জবলপুর জেলার এই ঘটনায় এখনও পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে ৷ তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান ৷ বহু মানুষের দগ্ধ হওয়ার খবর পাওয়া গিয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী ৷

সোমবার দুপুর নাগাদ জবলপুরের এই মাল্টি স্পেশালিটি হাসপাতালে আগুন লাগে ৷ তারপরই রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ জানা গিয়েছে আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে, মানুষ পালানোরও সুযোগ পায়নি ৷ এখনও পর্যন্ত আগুনে পুড়ে 8 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷

তবে ঠিক কতজন রোগী হাসপাতালে ভর্তি ছিলেন তা এখনও জানা যায়নি ৷ তবে ঘটনার সময় 52 জন হাসপাতাল কর্মী উপস্থিত ছিলেন বলে খবর ৷ তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি ৷ স্থানীয়দের কথায়, "হাসপাতালের একটি দিকে প্রথমে আগুন লাগে ৷ তারপর তা ধীরে ধীরে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে ৷"

মধ্যপ্রদেশের হাসপাতালে আগুন, পুড়ে মৃত 8

আরও পড়ুন :মুম্বইয়ের অন্ধেরি ওয়েস্টে ভয়াবহ আগুন

Last Updated : Aug 1, 2022, 10:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details