আরাবল্লী, 25 অক্টোবর: রাসানিক কারখানায় ভায়াবহ অগ্নিকাণ্ড ৷ পুড়ে ছাই 60টির বেশি রাসায়নিক ট্যাঙ্ক ৷ বুধবার সকালে গুজরাতের আরাবল্লীর একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন লাগার ঘটনাটি ঘটেছে ৷ অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি ৷ ঘটনাস্থলে উপস্থিত হয়ে 10টি ইঞ্জিন যুদ্ধাকালীন তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করেছে ৷ তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ দুর্ঘটনার সময়ে কোনও শ্রমিক ভিতরে ছিল না সেই ব্যাপারেও কিছু জানা যায়নি ৷
স্থনীয় সূত্রে খবর, এদিন সকালে হঠাৎই আরাবল্লী এলাকার ওই রাসায়নিক কারখানাটি থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা ৷ নিমেষের মধ্যে আগুন আগ্রাসী রূপ নেয় ৷ স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেন ৷ ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের একাধিক ইঞ্জিন ৷ দুপুর পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেছে দমকলের 10টি ইঞ্জিন ৷ তবে আগুন নিয়ন্ত্রণে না-এলে আরও কয়েকটি ইঞ্জিন আনা হবে বলে জানিয়েছেন দমকলের আধিকারিকরা ৷ এদিকে রাসায়নিক কারখানাটির সবকটি ট্যাঙ্কে রাসায়নিক পদার্থ ভরতি ছিল কি না তা জানা য়ায়নি ৷