ইটাওয়া, 15 নভেম্বর: দিল্লি থেকে দারভাঙাগামী হামসফর এক্সপ্রেসে ইটাওয়ার কছে সারাই ভূপত রেলওয়ে স্টেশনের খানির দূরেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বগির নীচে থাকা সিলিন্ডার বিস্ফোরণে হামসফর এক্সপ্রেসের তিনটি কামরায় আগুন লেগেছে বলে জানা যায়। অগ্নিকাণ্ডে ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে যাত্রীরা প্রাণ বাঁচাতে ঝাঁপ দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি ৷ আগুন নেভানোর কাজ চলছে। বগিতে থাকা অনেক যাত্রীরা আহত হয়েছে বলে জানা গিয়েছে ৷
কুন্দন নামে এক যাত্রী বলেন যিনি বিহার থেকে মুজাফফরপুর যাচ্ছিলেন তিনি বলেন, "সরাই ভূপত স্টেশনে ট্রেনের গতি কমার সঙ্গে সঙ্গে ট্রেনের ফ্যানগুলি বন্ধ হয়ে যায় ৷ লাইটও নিভে যায়। কিছুক্ষণের মধ্যে চারিদকে চিৎকার চেঁচামেচি শুরু হয়। সবাই চেঁচাতে থাকে আগুন লেগেছে বলে ৷ স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল 5টার দিকে ট্রেনে আগুন লাগে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনও সাহায্য পাওয়া যায়নি। দুর্ঘটনার এক ঘণ্টা পর ফায়ার ব্রিগেড আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয়। ততক্ষণে এস 1, 2 এবং 3 বগিতে আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে প্রশাসন ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় ৷