পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Fire in Patalkot Express: পাতালকোট এক্সপ্রেসে আগুন, পুড়ে ছাই 2 বগি - উত্তরপ্রদেশের আগ্রা

আগ্রায় বুধবার বিকেলে আগুনে ভস্মীভূত হয়ে গেল পাতালকোট এক্সপ্রেস ট্রেনের দু’টি বগি । আগ্রা রেলওয়ে ডিভিশনের জনসংযোগ আধিকারিক প্রশস্তি শ্রীবাস্তব জানিয়েছেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি । রেলের তরফে ঘটনার তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি ।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 25, 2023, 7:56 PM IST

পাতালকোট এক্সপ্রেসে আগুন

আগ্রা, 25 অক্টোবর: উত্তরপ্রদেশের আগ্রা জেলায় বুধবার বিকেলে আগুনে ভস্মীভূত হয়ে গেল পাতালকোট এক্সপ্রেস ট্রেনের দু’টি বগি । ঘটনার জেরে কমপক্ষে দুই যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে রেল কর্তারা ।

রেল সূত্রে খবর, ট্রেনটি পঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্ট থেকে মধ্যপ্রদেশের সিওনির দিকে যাচ্ছিল । বিকেল পৌনে চারটে নাগাদ ইঞ্জিন থেকে তৃতীয় এবং চতুর্থ কোচে আগুন লেগে যায় বলে জানা গিয়েছে। আগ্রা পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (পশ্চিম) সোনম কুমার পিটিআইকে জানিয়েছেন, ঘটনার জেরে দুই যাত্রী আহত হয়েছেন । তাণদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সোনম কুমার বলেন, "পাঁচটি ফায়ার টেন্ডার এবং একটি ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছয়।"

আগ্রা রেলওয়ে ডিভিশনের জনসংযোগ আধিকারিক প্রশস্তি শ্রীবাস্তব জানিয়েছেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি । রেলের তরফে ঘটনার তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি ।

আগ্রা রেলওয়ে ডিভিশনের জনসংযোগ আধিকারিক বলেন, ‘‘এদিন এনসিআর (উত্তর-মধ্য রেলওয়ে) আগ্রা ডিভিশনের ভান্দাই এবং জাজাউয়ের মধ্যে পাতালকোট এক্সপ্রেসে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । দু’টি কোচ সম্পূর্ণ পুড়ে গিয়েছে। এর ফলে দু’টি সংলগ্ন কোচও ক্ষতিগ্রস্ত হয়েছে । ঘটনার পরে মোট চারটি কোচকে ওই ট্রেন থেকে আলাদা করা হয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ।’’

রেলওয়ের একটি সূত্র জানাচ্ছে, ভান্দাই স্টেশন আগ্রা স্টেশন থেকে প্রায় 10 কিলোমিটার দূরে এবং ট্রেনটি ভান্দাই থেকে পরবর্তী স্টেশন জাজাউ-এর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময়ই তাতে আগুন লেগে যায়। রেলের আধিকারিকদের দাবি, ধোঁয়া দেখা যাওয়ার পড়ই ট্রেনটি দ্রুত থামিয়ে দেওয়া হয় । এমনকী তা সঙ্গে সঙ্গে অন্যত্র সরিয়েও নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: বিহার রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল 5, লাইনচ্যুত ট্রেনের 21টি বগি

রেলের ওই সূত্র জানিয়েছে, এর জেরে আগ্রা-ধোলপুর রুটে ট্রেন চলাচল প্রভাবিত হয়েছে । কারণ অন্য অনেক ট্রেন বিভিন্ন স্টেশনে বন্ধ হয়ে যায় এই ঘটনার জেরে । পাতালকোট এক্সপ্রেস ট্রেনটি পঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্ট এবং মধ্যপ্রদেশের সিওনির মধ্যে চলে বলে জানা গিয়েছে।

(পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details