জামনগর, 12 অগস্ট: হোটেলে বিধ্বংসী আগুন ৷ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে গুজরাতের জামনগরে আলেন্টো হোটেলে ৷ যদিও এখন আগুন নিয়ন্ত্রণে ৷ জামনগরের কালেক্টর সৌরভ পারঘি জানিয়েছেন, সবাইকে সুরক্ষিত ভাবে হোটেল থেকে বের করে আনা হয়েছে এবং দু-তিন জন শ্বাসকষ্টের সমস্যার কথা জানিয়েছেন ৷ তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ প্রায় 27 জন লোক হোটেলের বাড়িটিতে আটকে ছিলেন (Massive fire at Alento hotel in Gujarat's Jamnagar now under control) ৷
আগুন লাগা প্রসঙ্গে পারঘি বলেন, "মোতি খাভড়ির কাছে লাগা আগুনটি এখন নিয়ন্ত্রণে ৷ হোটেলকর্মী-সহ প্রায় 27 জন ভিতরে ছিলেন ৷ এখন সবাই নিরাপদে ৷ 2-3 জনের শ্বাসকষ্ট হচ্ছিল ৷ তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷"