তিরুবনন্তপুরম, 22 সেপ্টেম্বর:পুলিশের জালে বিপুল পরিমাণ মাদক (Heroin Seized)৷ তিরুবনন্তপুরমে 150 কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে পুলিশ ৷ গ্রেফতার করা হয়েছে দুজনকে (Massive drug hunt)৷
গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে তিরুবনন্তপুরমের নেয়াট্টিংকারার আরালুমুডের কাছে একটি বেসরকারি লজে অভিযান চালায় চেন্নাই নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷ সেখান থেকে 22 কেজি হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে ৷ সেই মাদকের বাজারমূল্য আনুমানিক 150 কোটি টাকা ৷
ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে 33 বছরের রমেশ ও 35 বছরের সন্তোষ নামে দুই ব্যক্তিকে ৷ রমেশ তিরুমালা কৈরালি নগর ও সন্তোষ শ্রীকারিয়ামের বাসিন্দা ৷ তাঁদের হেফাজতে নিয়েছে পুলিশ ৷