পুনে (মহারাষ্ট্র), 21 নভেম্বর: একটি দুর্ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত হল কমপক্ষে 48টা গাড়ি ৷ রবিবার ঘটনাটি ঘটেছে পুনে-বেঙ্গালুরু হাইওয়েতে(Massive Accident on Pune-Bengaluru Highway 50 Vehicles Pile Up)৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুনে ফায়ার ব্রিগেড ও পুনে মেট্রোপলিটন অঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষের উদ্ধারকারী দল ৷
পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাতে মুম্বই-বেঙ্গালুরু হাইওয়ের একটি নাভালে ব্রিজের নিচের দিকের ঢালে যানবাহনগুলিকে ধাক্কা দেয় একটি ট্রাক ৷ এই ঘটনায় কয়েকজন আহত হয় ৷ চালকের ব্যর্থতায় ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার ফলে এই দুর্ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান ৷