পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Maruti Suzuki Recalls Over 17 Thousand Cars: এয়ারব্যাগে ত্রুটি ! 17 হাজারেরও বেশি গাড়ি তুলে নিচ্ছে মারুতি সুজুকি - এয়ারব্যাগ

ফের ত্রুটি (Faulty Airbag Controller) ধরা পড়ল মারুতি সুজুকির গাড়িতে ৷ যার জেরে বাজার থেকে 17 হাজারেরও বেশি গাড়ি তুলে নিচ্ছে তারা (Maruti Suzuki Recalls Over 17 Thousand Cars) ৷

Maruti Suzuki Recalls Over 17 Thousand Cars due to Faulty Airbag Controller
প্রতীকী ছবি

By

Published : Jan 18, 2023, 4:20 PM IST

Updated : Jan 18, 2023, 4:42 PM IST

নয়াদিল্লি, 18 জানুয়ারি: বাজার থেকে 17 হাজারেরও বেশি গাড়ি তুলে নিচ্ছে মারুতি সুজুকি (Maruti Suzuki Recalls Over 17 Thousand Cars) ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই গাড়িগুলিতে এয়ারব্যাগ ব্যবস্থাপনার জন্য যে পরিকাঠামো বা নিয়ন্ত্রণব্যবস্থা ব্যবহার করা হয়েছিল, তাতে কিছু ত্রুটি ধরা পড়েছে (Faulty Airbag Controller) ৷ আর সেই কারণেই মোট 17 হাজার 362টি গাড়ি বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মারুতি সুজুকি কর্তৃপক্ষ ৷ তাদের তৈরি গাড়ির যে মডেলগুলিতে এই ত্রুটি ধরা পড়েছে, সেগুলির মধ্যে রয়েছে, অল্টো কে10, এস-প্রেসো, ব্রেজা, ইকো, বালেনো এবং গ্র্য়ান্ড ভিটারা ৷ যে গাড়িরগুলিতে ত্রুটি রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে, সেগুলি তৈরি করা হয়েছিল 2022 সালের 8 ডিসেম্বর থেকে 2023 সালের 12 জানুয়ারির মধ্য়ে ৷

বিষয়টি নজরে আসার পর মারুতি সুজুকির পক্ষ থেকে গ্রাহক ও ক্রেতাদের জন্য একটি বিশেষ বার্তা দেওয়া হয়েছে ৷ তাতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সময়সীমার মধ্যে তৈরি মারুতি সুজুকির উল্লেখিত মডেলগুলির মধ্যে কোনও গাড়ি যদি কেউ কিনে থাকেন, তাহলে তাঁরা যেন ওই গাড়ি ব্যবহার না করেন ৷ সংশ্লিষ্ট গাড়িগুলির এয়ারব্যাগ নিয়ন্ত্রণ সংক্রান্ত ব্যবস্থাপনা পালটে দেওয়া হবে ৷ তারপরই তাঁদের ওই গাড়ি চালানোর পরামর্শ দিয়েছেন সংস্থার প্রতিনিধিরা ৷ তাঁরা জানিয়েছেন, বিষয়টি নিয়ে গ্রাহকদের সতর্ক করতে সংস্থার পক্ষ থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হবে ৷ এবং যত দ্রুত সম্ভব গাড়িগুলির ত্রুটি সংশোধন করে দেওয়া হবে ৷

আরও পড়ুন:ভারতের বাজারে নতুন দু’টি এসইউভি আনল মারুতি সুজুকি

এই প্রসঙ্গে, মারুতি সুজুকির পক্ষ থেকে একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে ৷ তাতে বলা হয়েছে, "সংশ্লিষ্ট গাড়িগুলির ক্ষতিগ্রস্ত অংশ যাচাই করতে এবং প্রয়োজনে সেগুলি বদলে দেওয়ার জন্য ওই গাড়িগুলি বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ যদি কোনও গাড়ির মেরামতির দরকার পড়ে, তাহলে গ্রাহকদের সম্পূর্ণ বিনামূল্যে সেই পরিষেবা দেওয়া হবে ৷ আমাদের অনুমান, সংশ্লিষ্ট অংশে ত্রুটি রয়েছে ৷ এমনকী, কয়েকটি বিরল ক্ষেত্রে এয়ারব্যাগ ও সিট বেল্ট ব্যবস্থাপনার একটি অংশ গাড়িতে মজুত নাও থাকতে পারে ৷ সেক্ষেত্রে কোনও কারণে সেই গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে বড়সড় সমস্যা হবে ৷"

প্রসঙ্গত, মারুতি সুজুকি যে এই প্রথম তাদের গাড়ি বাজার থেকে তুলে নিল, এমনটা নয় ৷ এর আগেও 2022 সালের সেপ্টেম্বর মাসে বাজার থেকে প্রায় 5 হাজার গাড়ি তুলে নিয়েছিল তারা ৷ সেবার সংশ্লিষ্ট গাড়িগুলিতে সিট বেল্ট সংক্রান্ত কিছু ত্রুটি ধরা পড়েছিল ৷ এছাড়াও, মাস খানেক আগে বাজার থেকে 9 হাজার 125টি গাড়ি তুলে নেয় এই সংস্থা ৷ সেবার গ্র্যান্ড ভিটারা, সিয়াজ, এরটিগা, এক্সএল6 এবং ব্রেজার মডেলে সামনের সারির সিট বেল্টে ত্রুটি পাওয়া গিয়েছিল ৷

Last Updated : Jan 18, 2023, 4:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details