পাটিয়ালা, 19 সেপ্টেম্বর: টানা তিন-চিরদিন ধরে জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলছে ৷ গুলিতে শহিদ হয়েছিলেন জওয়ান প্রদীপ সিং ৷ আজ সামনা গ্রামে ফিরল শহিদ জওয়ানের দেহ ৷ শহিদের দেহ গ্রামে ফিরতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা ৷ শোকস্তব্ধ গ্রামবাসীরাও ৷ ইতিমধ্যই পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান শোক প্রকাশ করে টুইট করেছেন ৷ জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সোমবার অনন্তনাগে শহিদ শেপয় প্রদীপ সিংয়ের দেহে ফুল দিয়ে সমবেদনা জানান ৷ উপস্থিত ছিলেন জওয়ান ও সেনা আধিকারীকরা ৷
পরিবারে প্রতি সমবেদনা মুখ্যমন্ত্রীর :শহিদ জওয়ানের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ৷ সমস্তরকম ভাবে শহিদ পরিবারকে সরকার সাহায্য করবেন বলেও আশ্বাস দিয়েছেন ৷
টুইটে শোকবার্তা:টুইটে শোক প্রকাশ করে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান লেখেন, "অনন্তনাগে সন্ত্রাসী হামলায় নিখোঁজ সেনা জওয়ানের শহিদ হওয়ার দুঃখজনক খবর পাওয়া গিয়েছে । সামানা নির্বাচনী এলাকার বাসিন্দা শহিদ প্রদীপ সিং ৷ গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। শহীদ জওয়ানের সাহসিকতা ও চেতনাকে আমি আন্তরিক অভিবাদন জানাই । তাঁর, পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা । এই কঠিন সময়ে পরিবারের পাশে রয়েছে পঞ্জাব সরকার । পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে ।" - ভগবন্ত মান, মুখ্যমন্ত্রী, পঞ্জাব"