পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Anantnag Encounter: শহিদ জওয়ানের দেহ ফিরল গ্রামে, শোকে ভেঙে পড়লেন সবাই - সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই

অনন্তনাগ এনকাউন্টারে শহিদ সেনা প্রদীপ সিং-য়ের দেহ পৌঁছলো সামানা গ্রামে ৷ অনন্তনাগে জঙ্গি হামলার পরই নিখোঁজ ছিলেন এই জওয়ান ৷ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান শহিদের মৃত্যুতে টুইট করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ৷

Anantnag Encounter
অনন্তনাগ এনকাউন্টারে শহিদ প্রদীপ সিং

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2023, 7:01 PM IST

পাটিয়ালা, 19 সেপ্টেম্বর: টানা তিন-চিরদিন ধরে জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলছে ৷ গুলিতে শহিদ হয়েছিলেন জওয়ান প্রদীপ সিং ৷ আজ সামনা গ্রামে ফিরল শহিদ জওয়ানের দেহ ৷ শহিদের দেহ গ্রামে ফিরতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা ৷ শোকস্তব্ধ গ্রামবাসীরাও ৷ ইতিমধ্যই পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান শোক প্রকাশ করে টুইট করেছেন ৷ জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সোমবার অনন্তনাগে শহিদ শেপয় প্রদীপ সিংয়ের দেহে ফুল দিয়ে সমবেদনা জানান ৷ উপস্থিত ছিলেন জওয়ান ও সেনা আধিকারীকরা ৷

পরিবারে প্রতি সমবেদনা মুখ্যমন্ত্রীর :শহিদ জওয়ানের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ৷ সমস্তরকম ভাবে শহিদ পরিবারকে সরকার সাহায্য করবেন বলেও আশ্বাস দিয়েছেন ৷

টুইটে শোকবার্তা:টুইটে শোক প্রকাশ করে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান লেখেন, "অনন্তনাগে সন্ত্রাসী হামলায় নিখোঁজ সেনা জওয়ানের শহিদ হওয়ার দুঃখজনক খবর পাওয়া গিয়েছে । সামানা নির্বাচনী এলাকার বাসিন্দা শহিদ প্রদীপ সিং ৷ গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। শহীদ জওয়ানের সাহসিকতা ও চেতনাকে আমি আন্তরিক অভিবাদন জানাই । তাঁর, পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা । এই কঠিন সময়ে পরিবারের পাশে রয়েছে পঞ্জাব সরকার । পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে ।" - ভগবন্ত মান, মুখ্যমন্ত্রী, পঞ্জাব"

নিকেশ আরও এক লস্কর জঙ্গি:পাশাপাশি অনন্তনাগে সন্ত্রাসবিরোধী অভিযানের থাকা এডিজিপি কাশ্মীর বিজয় কুমার বলেন, "এখনও বেশ কয়েকদিন তল্লাশি অভিযান চলবে ৷ আমাদের কাছে আগে থেকে তথ্য ছিল 2-3 জন জঙ্গি লুকিয়ে আছে ৷ ইতিমধ্যে লস্কর-ই-তৈবার একটি জঙ্গির দেহ উদ্ধার হয়েছে৷ একজনকে শনাক্ত করা গিয়েছে । অন্য দেহের খোঁজে তল্লাশি চলছে ৷"

শহিদ 3 সেনা আধিকারিক:গত বুধবার জঙ্গি হামলায় তিন সেনা আধিকারিক ও এক জওয়ান শহিদ হয়েছেন ৷ তারপরই অনন্তনাগে সেনাবাহিনীর তৎপরতা বাড়ানো হয় । সংবাদ মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ এলাকার বনাঞ্চলগুলি নজরদারি বাড়ানো হয়েছে ৷ ড্রোন দিয়ে জঙ্গি ঘাঁটিগুলি সনাক্তকরণের কাজ চলছে ৷ কোনও জঙ্গি লুকিয়ে আছে কি না তাও দেখা হচ্ছে ড্রোনের মাধ্যমে ৷

জানা গিয়েছে, বিগত চার-পাঁচ দিন ধরে অনন্তনাগ এলাকায় তল্লাশি অভিযান চলছে জওয়ানদের ৷ শনিবার কোকারনাগের গাদোলের বনাঞ্চলে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে তল্লাশি অভিযান চালায় জঙ্গিদের খোঁজে । সংবাদমাধ্যমকে দেওয়া তথ্য অনুযায়ী, সন্দেহভাজন জঙ্গি অধ্যুষ্যিত এলাকাগুলিতে ড্রোন দিয়ে বেশ কয়েকটি গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে ৷

আরও পড়ুন:সিং পরিবারের তৃতীয় প্রজন্মের সৈনিক মনপ্রীত প্রাণ দিলেন দেশরক্ষার লড়াইয়ে

ABOUT THE AUTHOR

...view details