পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Telangana Gangrape Case: মাদক সেবন করিয়ে তেলেঙ্গানায় মহিলাকে গণধর্ষণের অভিযোগ

তেলাঙ্গানায় মাদক সেবন করিয়ে বিবাহিত মহিলাকে গণধর্ষণের অভিযোগ ৷ পাঁচজনের বিরুদ্ধে ধর্ষণ ও তফসিলি আইনে মামলা দায়ের করা হয়েছে ৷

Gangrape file pic
বিবাহিত মহিলাকে গণধর্ষণের অভিযোগ

By

Published : May 3, 2023, 2:28 PM IST

ওয়ারাঙ্গল(তেলেঙ্গানা), 3 মে: 32 বছর বয়সি এক বিবাহিত মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার ওয়ারঙ্গলে ৷ ঘটনাটি কয়েকদিন আগে ঘটলেও মঙ্গলবার ঘটনাটি প্রকাশ্যে এসেছে ৷ ঘটনা সম্পর্কে মামুনুরের এসিপি থাল্লাপল্লী কৃপাকার জানান, ওই বিবাহিত মহিলা বিমারামের একটি জায়গায় কাজ করতেন । 20 এপ্রিল মহিলার এক বন্ধু তাঁকে ফোন করে আরেপল্লিতে একটি কাজে ডাকে ৷ এরপরেই তাঁর স্বামী যুবতীকে বাইকে করে সেখানে ছেড়ে দিয়ে যায়। মহিলার বন্ধু আগে থেকেই সেখানে অপেক্ষা করছিলেন । কিছুক্ষণ পর রবি ও ডি নাগারাজু নামে দু'জন একটি গাড়িতে করে সেখানে এসে দু'জনকে নিয়ে যায়।

জানা গিয়েছে, গাড়িটি মুলুগু জেলার সীমান্তে যাওয়ার পর যুবতীর বন্ধু সেখানে নেমে যান ৷ এরপর এ রমেশ, বি লক্ষ্মণ এবং বি সুধাকর নামে তিনজন গাড়িতে ওঠেন। ওই যুবতীকে মাদক সেবন করানো হয়। ফলে তিনি ঘুমিয়ে পড়েন ৷ যখন তাঁর ঘুম ভাঙে তখন গাড়িটি মেদারম জঙ্গলে ছিল। সেখানে এস রবি, ডি নাগারাজু এবং বি লক্ষ্মণ মিলে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। এ রমেশ ও বি সুধাকর এ ঘটনায় তাদের সহায়তা করেন । এরপর তারা মুলুগুতে একটি বাসে ওঠে ৷ বিষয়টি কাওকে জানালে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে যুবতী অভিযোগ করেন ৷

ঘটনার শিকার ওই মহিলা আরেপল্লিতে বাস থেকে নেমে তাঁর স্বামীকে ডাকেন ৷ তখন তিনি তাঁকে ধমক দেন যে কেন তাঁর দেরি হল । তাই যুবতী মায়ের কাছে চলে যান । স্ত্রী দু-তিন দিন বাড়িতে না আসায় স্বামী 25 এপ্রিল এনুমামুলা থানায় অভিযোগ দায়ের করেন ৷ নিখোঁজের মামলা দায়ের করা হয় । এ প্রক্রিয়া চলাকালীন নির্যাতিতা প্রভাবশালী একজনের সহায়তায় স্বামীর কাছে এসে পুরো বিষয়টি জানায়। 29 এপ্রিল তিনি এনুমামুলা পুলিশ স্টেশনে পাঁচ যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তদন্তের পর পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ, এসসি এবং এসটি অ্যাক্টে মামলা নথিভুক্ত করেছে । যদিও অভিযুক্তরা পলাতক ৷

আরও পড়ুন:উত্তরপ্রদেশে নাবালিকাকে গণধর্ষণ করে বিক্রি করে দেওয়ার অভিযোগ

ABOUT THE AUTHOR

...view details