বুলন্দশহর, 27 জুন: প্রেমিককে জঙ্গলে ডেকে নিয়ে গিয়ে তাঁর যৌনাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠল বিবাহিতা এক মহিলার বিরুদ্ধে ৷ উত্তরপ্রদেশের বুলন্দশহরে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা । আশংকাজনক অবস্থায় ওই যুবককে নার্সিংহোমে নিয়ে যাওয়া হলেও তাঁকে দিল্লিতে রেফার করা হয়েছে ৷ অভিযুক্ত মহিলা পলাতক ৷ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷
জাহাঙ্গিরাবাদ থানা এলাকায় ঘটেছে এই নৃশংস ঘটনা ৷ জানা গিয়েছে, প্রেমিককে দেখা করার জন্য ডেকেছিলেন ওই বিবাহিত মহিলা ৷ তবে অভিযোগ, দুজনের মধ্যে কথা কাটাকাটি হওয়ায় ধারালো অস্ত্র দিয়ে প্রেমিকের যৌনাঙ্গ কেটে দেন তাঁর বিবাহিতা বান্ধবী । এই ঘটনায় আহত যুবকের জামাইবাবু অভিযুক্ত মহিলার বিরুদ্ধে জাহাঙ্গিরাবাদ থানায় মামলা দায়ের করেছেন ।
প্রসঙ্গত, দু বছর আগে জাহাঙ্গিরাবাদ থানা এলাকার একটি গ্রামের বাসিন্দা ওই তরুণীর বিয়ে হয় শহরের এক যুবকের সঙ্গে । তাঁদের দাম্পত্য জীবন ভালোই চলছিল ৷ তবে এরই মধ্যে মহিলাটি তাঁর শ্বশুরবাড়ির এক প্রতিবেশী যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ ৷ এরপর তাঁরা দুজনেই নতুন সংসার গড়ার সিদ্ধান্ত নেন এবং দুই মাসের জন্য নিজের নিজের বাড়ি থেকে পালিয়ে যান । সপ্তাহখানেক আগে উভয়ের মধ্যে ঝগড়া হয় এবং তাঁরা বাড়ি ফিরে আসেন । বাড়ি ফেরার পর ওই মহিলা তাঁর স্বামীর সঙ্গে বনিবনা করে তাঁর সঙ্গেই ফের বাস করতে শুরু করেন ৷