শাহপুরনগর, 29 নভেম্বর: পণের অভাব বা প্রেমের কারণে বিয়ে বন্ধ যেতে আমরা আকছার দেখি বা শুনি ৷ কিন্তু চিকেন না দেওয়ায় বিয়ে বন্ধের কথা কখনও শুনেছেন কি ? অবিশ্বাস্য হলেও সোমবার সকাল সকাল এমনটাই ঘটেছে হায়দরাবাদের শাহপুরনগরে(Marriage Called Off For Not Serving Chicken Items by Bride Family in Hyderabad)৷
সোমবার সকালে হায়দরাবাদের (Hyderabad News)জগৎগিরিগুট্টা রিংবস্তির এলাকার পাত্র ও কুতবুল্লাপুরের পাত্রীর বিয়ে ছিল ৷ সেই উপলক্ষে রবিবার রাতে শাহপুরনগরের একটি অনুষ্ঠান হলে নৈশভোজের আয়োজন করা হয় ৷ কনেপক্ষ বিহারের মারোয়াড়ি পরিবারের হওয়ায় তাঁরা কেবল নিরামিষ খাবারেরই বন্দোবস্ত করেছিলেন মেয়ের বিয়েতে ৷