চান্দৌলি(উত্তরপ্রদেশ), 6 মে: বিবাহ বিভ্রাট ! মদ্যপ অবস্থায় মাথার বদলে কনের মুখে সিঁদুর দান পাত্রের ৷ রেগে বিয়ে করতে অস্বীকার পাত্রীর ৷ মণ্ডপ ছাড়লেন তিনি ৷ শেষমেষ বরযাত্রীদের আটক করল কনে পক্ষ ৷ এমন ঘটনাই ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যেতে উত্তরপ্রদেশের চান্দৌলির নৌগড় এলাকায় ৷ দীর্ঘক্ষণ বর ও কনে পক্ষের মধ্যে চলে ধস্তাধস্তি ৷ তারপর পুলিশ উভয় পক্ষকে থানায় নিয়ে এসে মীমাংসা করে। তবেই বরযাত্রীরা তাদের বাড়ি ফেরত যেতে পারে ।
জানা গিয়েছে, ওই সন্ধ্যায় মির্জাপুর জেলার আহিরাউড়া থানা এলাকার মানিকপুর গ্রাম থেকে মিছিল করে বর বিয়ে করতে চকরঘাটা এলাকায় আসে । গ্রামের মানুষ বরযাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানায় । বিয়ের আগে সব আচার-অনুষ্ঠান সম্পন্ন হয় । কিন্তু ব্যাঘাত ঘটে সিঁদুর দানের সময় ৷ সিঁদুর দান করার সময় এলে বর নেশাগ্রস্ত অবস্থায় দিকভ্রষ্ট হয়ে যান ৷ কোথায সিঁদুর লাগাতে হবে বুঝতে পারেন না । কনের কথা না শুনে তাঁর মুখে সিঁদুর পরিয়ে দেন । আর এরপরেই বাধে গোল ৷ পাত্র সিঁদুর দান ঠিক জায়গায় করতে পারেননি তাই মণ্ডপ থেকে উঠে পালিয়ে যান কনে । এ নিয়ে সেখানে হৈচৈ পড়ে যায় । পরিস্থিতি খারাপ হচ্ছে দেখে অধিকাংশ বরযাত্রী পালানোর চেষ্টা করেন সেখান থেকে । পাত্রীর বাড়ির লোক তা হতে দেবে কেন ? তারা বরের বাবা সমেত যাত্রীদের আটকে রাখেন ।