নয়াদিল্লি, 5 জুন : করোনার সংক্রমণে কিছুটা হলেও রাশ টানা সম্ভব হয়েছে ৷ আর তাই বাজার খোলার সিদ্ধান্ত নিল দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকার ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জোড়-বিজোড় তত্ত্ব মেনেই খোলা হবে বাজার ৷ একইসঙ্গে চালু করা হবে মেট্রোরেল পরিষেবাও ৷ মেট্রো চলবে একসঙ্গে সর্বাধিক 50 শতাংশ যাত্রী নিয়ে ৷ আগামী সোমবার থেকেই কার্যকর করা হবে এই নিয়ম ৷
প্রসঙ্গত, এর আগেও রাজধানীর দূষণে রাশ টানতে জোড়-বিজোড় নম্বরের ভিত্তিতে গাড়ি চালানোর বন্দোবস্ত করেছিল কেজরিওয়াল সরকার ৷ উদ্দেশ্যে ছিল, রাস্তায় গাড়ির সংখ্যা কমিয়ে বায়ুদূষণ বাগে আনা ৷ এবার করোনা পরিস্থিতিতেও সেই পদ্ধতি অবলম্বন করা হল ৷ শনিবার মুখ্যমন্ত্রী অরবন্দি কেজরিওয়াল জানান, বাজার ও শপিং মলগুলি জোড়-বিজোড় তত্ত্ব মেনেই খুলতে হবে ৷ তবে যেসব জায়গায় একটিমাত্রই দোকান রয়েছে, আশপাশে অন্য কোনও দোকান নেই, সেগুলি সোমবার থেকে রোজই খোলা যাবে ৷
বেসরকারি অফিসগুলির ক্ষেত্রে যতটা বেশি করে সম্ভব বাড়ি থেকে কাজের সুবিধা বজায় রাখতে হবে ৷ অফিস যদি খুলতেই হয়, তাহলে একসঙ্গে সর্বাধিক 50 শতাংশ কর্মী নিয়ে কাজ চালিয়ে যেতে হবে ৷ তার জন্য প্রয়োজনে ডিউটি রস্টারে অদল-বদল আনা যেতে পারে ৷