নয়াদিল্লি, 29 সেপ্টেম্বর: আগামী দিনে বৈবাহিক ধর্ষণকেও (Marital Rape) অপরাধ বলে গণ্য করা হবে ৷ বৃহস্পতিবার একটি পর্যবেক্ষণে একথা জানিয়েছে দেশের শীর্ষ আদালত (Supreme Court) ৷ সুপ্রিম কোর্টের বক্তব্য হল, ভারতের প্রত্যেক নারীরই নিরাপদ এবং আইনসম্মত গর্ভপাতের অধিকার রয়েছে ৷ গর্ভপাত সংক্রান্ত আইন এবং নিয়মাবলী (Medical Termination of Pregnancy Act and Rules) অনুসারে, বৈবাহিক ধর্ষণও অপরাধ হিসাবে গণ্য করা হবে ৷ এদিন আদালত তার পর্যবেক্ষণে আরও জানায়, 1971 সালের গর্ভপাত সংক্রান্ত আইন এবং নিয়মাবলী অনুসারে বিবাহিতাদের পাশাপাশি অবিবাহিতাদেরও গর্ভপাতের অধিকার রয়েছে ৷
বৃহস্পতিবার বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (Justice D Y Chandrachud) নেতৃত্বাধীন বেঞ্চে সংশ্লিষ্ট একটি মামলা শুনানির জন্য ওঠে ৷ সেখানেই 1971 সালের আইনের বিস্তারিত ব্যাখ্য়া করেন বিচারপতিরা ৷ সেই আইনে 2021 সালে সংশোধনও করা হয় ৷ সেই অনুসারে, বিবাহিতা ও অবিবাহিতা নির্বিশেষে সমস্ত ভারতীয় নারীর গর্ভপাতের নিরাপদ ও আইনি অধিকার রয়েছে ৷ আদালত মনে করে, এই বিষয়টি নিয়ে বিবাহিতা এবং অবিবাহিতাদের মধ্যে একটি কৃত্রিম পার্থক্য তৈরির চেষ্টা করা হয়েছিল ৷ যা মোটেও যুক্তিগ্রাহ্য নয় ৷ প্রত্যেক মহিলাই এই বিষয়ে স্বাধীন এবং তাঁরা যাতে এই অধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতেই হবে ৷