পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চোখ খুলছেন, সামান্য উন্নতি তরুণ গগৈ-র - শারীরিক অবস্থার সামান্য় উন্নতি

অসামের প্রাক্তন মুখ্য়মন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে সুপারিনটেনডেন্ট অভিজিৎ শর্মা সাংবাদিকদের জানান, বর্তমানে অর্ধচেতন অবস্থায় রয়েছেন প্রাক্তন মুখ্য়মন্ত্রী ৷ শনিবার হাসপাতালের তরফে আগে জানানো হয়েছিল, তরুণ গগৈ এর জন্য় আগামী 48 ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ ৷ তার মধ্য়ে 24 ঘণ্টা কেটে গিয়েছে এবং এই সময়ের মধ্য়ে তাঁর শারীরিক অবস্থার কোনও রকম অবনতি হয়নি ৷

marginal-improvement-in-tarun-gogois-health-condition-doctor
আসামের প্রাক্তন মুখ্য়মন্ত্রী তরুণ গগৈ-র শারীরিক অবস্থার সামান্য় উন্নতি : GMCH

By

Published : Nov 22, 2020, 5:11 PM IST

গুয়াহাটি, 22 নভেম্বর : সামান্য় উন্নতি হয়েছে অসামের প্রাক্তন মুখ্য়মন্ত্রী তরুণ গগৈয়ের ৷ তিনি এই মুহূর্তে অর্ধচেতন অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন গুয়াহাটি মেডিকেল কলেজ় ও হাসপাতালের সুপারিনটেনডেন্ট অভিজিৎ শর্মা ৷ গত 2 নভেম্বর পোস্ট কোভিড সমস্য়া নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি ৷

অসামের প্রাক্তন মুখ্য়মন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে সুপারিনটেনডেন্ট অভিজিৎ শর্মা সাংবাদিকদের জানান, বর্তমানে অর্ধচেতন অবস্থায় রয়েছেন প্রাক্তন মুখ্য়মন্ত্রী ৷ শনিবার হাসপাতালের তরফে আগে জানানো হয়েছিল, তরুণ গগৈ এর জন্য় আগামী 48 ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ ৷ তার মধ্য়ে 24 ঘণ্টা কেটে গিয়েছে এবং এই সময়ের মধ্য়ে তাঁর শারীরিক অবস্থার কোনও রকম অবনতি হয়নি ৷ এটাই চিকিৎসকদের কাছে সবচেয়ে ইতিবাচক বিষয় ৷ তাঁর নাড়ি এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে ৷ অক্সিজেনের মাত্রা 95-97-র মধ্য়ে ঘোরাফেরা করছে ৷ তবে, তাঁর ইউরিন ক্লিয়ার না হওয়ায় চিন্তিত রয়েছেন চিকিৎসকরা ৷ 24 ঘণ্টায় মাত্র 120 মিলিলিটার পর্যন্ত ইউরিন ক্লিয়ার হচ্ছে প্রাক্তন মুখ্য়মন্ত্রীর ৷ তবে, কিডনির কার্যকারিতা বাড়াতে কী করা যেতে পারে? তা নিয়ে দ্রুতই চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন হাসপাতালের সুপার ৷ বছর 84’র তরুণ গগৈ নিজেই এদিন সকালে চোখ খুলেছিলেন ৷ এমনকি আশেপাশে চোখ ঘুরিয়ে দেখার চেষ্টাও করেছেন ৷ যা ভালো লক্ষণ বলে মনে করছেন চিকিৎসকরা ৷ তবে, তিনি এই মুহূর্তে বিপদ মুক্ত নন বলেও স্পষ্ট করে দেওয়া হয়েছে গুয়াহাটি হাসপাতালের তরফে ৷

তরুণ গগৈ-এর চিকিৎসার জন্য় একটি চিকিৎসকদের দল গঠন করা হয়েছে ৷ তাঁরা AIIMS-র চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন ৷ গুয়াহাটি হাসপাতালের চিকিৎসা ব্য়বস্থা নিয়ে সেখানকার চিকিৎসকরা সন্তুষ্ট বলেও জানিয়েছেন গুয়াহাটি মেডিকেল কলেজ় ও হাসপাতালের সুপার ৷ তবে, তরুণ গগৈয়ের কিডনি স্বাভাবিক করতে ডায়লিসির করার প্রয়োজন আছে কি না, এই প্রশ্নে হাসপাতাল সুপার জানিয়েছেন, সেটা একেবারে শেষ উপায় ৷ এই মুহূর্তে তিনি ইনোট্রপিক সাপোর্টে রয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details