নয়াদিল্লি, 22 জুলাই: তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সমালোচনায় সরব হলেন বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভা (Margaret Alva) ৷ প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলেই তৃণমূলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে (Vice Presidential Election 2022) ভোটদান থেকে বিরত থাকবে তারা ৷ তৃণমূলের যুক্তি, মার্গারেট আলভাকে প্রার্থী হিসাবে বাছাই করার আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) সঙ্গে কোনও আলোচনা করা হয়নি ৷ সেই কারণেই উপরাষ্ট্রপতি নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না ৷
তৃণমূলের এই অবস্থানেরই সমালোচনা করেছেন মার্গারেট ৷ এই বিষয়ে একটি টুইট করেছেন তিনি ৷ সেটি ট্য়াগ করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও ৷ যার সারমর্ম হল, তৃণমূলের এই সিদ্ধান্ত অত্যন্ত হতাশাজনক ৷ মার্গারেট মনে করেন, এটা 'ইগো'-র লড়াই করার বা রাগ দেখানোর সময় নয় ৷ এখন সকলকে একজোট থাকতে হবে ৷ সাহসের সঙ্গে লড়াই করতে হবে ৷ নেতৃত্ব দিতে হবে ৷ মার্গারেট তাঁর টুইটে তৃণমূলের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করলেও মমতার সুখ্য়াতিই করেছেন ৷ তাঁর মতে, মমতা সাহসের প্রতীক ৷ এবং তিনি বিরোধীদের পাশে থাকবেন বলেই আশাবাদী উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ৷
আরও পড়ুন:Adhir Chowdhury: 'মোদি-দিদির গোপন আঁতাত স্পষ্ট', উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কটাক্ষ অধীরের
প্রসঙ্গত, এবারের রাষ্ট্রপতি নির্বাচনের মতো উপরাষ্ট্রপতি নির্বাচনও 'একপেশে' হবে বলেই মত ওয়াকিবহাল মহলের ৷ বিশেষজ্ঞেদের বিশ্লেষণ এবং ভোটের অঙ্কের হিসাব বলছে, উপরাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) শপথ গ্রহণ এখন শুধুই সময়ের অপেক্ষা ৷ এই প্রেক্ষাপটে তৃণমূলের ভোটপ্রক্রিয়ায় না থাকার সিদ্ধান্ত আদতে কেন্দ্রের শাসক শিবিরেরই সুবিধা করে দেবে ৷ এই অবস্থায় টুইটের মাধ্যমে আরও একবার সরাসরি তৃণমূল নেত্রীকে পাশে থাকার আবেদন জানালেন মার্গারেট ৷ কারণ, মমতা বন্দ্যোপাধ্য়ায়কে বাদ দিয়ে যে মোদি সরকারের বিরুদ্ধে লড়াই সম্ভব নয়, সেটা তিনি ভালোই জানেন ৷ যদিও, তারপরও তাঁর পক্ষে নির্বাচনে জেতা কঠিন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ৷
চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে হারাতে জোট বাঁধার কথা বলছে বিরোধীরা ৷ তৃণমূল কংগ্রেস সেই প্রস্তাবিত জোটের অন্যতম প্রধান শরিক ৷ রাষ্ট্রপতি নির্বাচনে একজোট হয়েও বিরোধীরা এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে পরাস্ত করতে পারেননি ৷ উপরাষ্ট্রপতি নির্বাচনের পরিস্থিতিও তার থেকে আলাদা কিছু নয় ৷ এই অবস্থায় তৃণমূল আগেভাগেই ময়দান ছেড়ে দেওয়ায় বিরোধীদের লড়াই আরও কঠিন হবে বলেই মত ওয়াকিবহাল মহলের ৷