পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Margadarsi Chit Fund: মার্গদর্শী চিটফান্ডের ছ'দশক পার, নতুন উচ্চতা ছুঁতে বদ্ধপরিকর রামোজি রাও - তুন উচ্চতা ছুঁতে বদ্ধপরিকর রামোজি রাও

মার্গদর্শী চিটফান্ড (Margadarsi Chit Fund Private Limited) এখন মানুষের ভরসা ও বিশ্বাসের আরেক নাম ৷ গ্রাহক সংখ্যা 60 লক্ষেরও বেশি ৷ কর্মচারী সংখ্যা 4,300 জন ৷ কয়েকটি রাজ্যে রয়েছে মোট 108টি শাখা । তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ছাড়াও, তামিলনাড়ু এবং কর্নাটকেও সুনামের সঙ্গে ব্যবসা করছে এই সংস্থা ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 1, 2022, 3:51 PM IST

Updated : Oct 1, 2022, 5:39 PM IST

হায়দরাবাদ, 1 অক্টোবর: সালটা 1962, মাত্র দু'জন কর্মীকে নিয়ে শুরু হয়েছিল পথচলা ৷ ছ'দশক পার করে সেই চারাগাছই আজ মহীরুহ ৷ কর্মীসংখ্যা দু'জন থেকে বেড়ে কয়েক হাজার ৷ তিলে তিলে গড়ে ওঠা মার্গদর্শী চিটফান্ড (Margadarsi Chit Fund Private Limited) এখন মানুষের ভরসা ও বিশ্বাসের আরেক নাম ৷ দেশে চিটফান্ড ব্যবসার পরিসরে অনেকখানি জায়গাই অধিগ্রহণ করে ফেলেছে রামোজি রাওয়ের এই সংস্থা (Margadarsi Chit Funds 60th Anniversary) ৷

যে সংস্থা বর্তমানে কয়েক লক্ষ লোকের অন্নসংস্থানের উপায়, আরও কয়েক লক্ষের ভরসাস্থল ৷ সেই সংস্থার পথচলা শুরু তৎকালীন অন্ধ্রপ্রদেশে, দেশের বিখ্যাত শিল্পপতি রামোজি রাওয়ের হাত ধরে ৷ বর্তমানে সেই সংস্থারই গ্রাহক সংখ্যা 60 লক্ষেরও বেশি ৷ কর্মচারী সংখ্যা 4,300 জন ৷ কয়েকটি রাজ্যে রয়েছে মোট 108টি শাখা । তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ছাড়াও, তামিলনাড়ু এবং কর্নাটকেও সুনামের সঙ্গে ব্যবসা করছে এই সংস্থা ।

মার্গদর্শী চিটফান্ডের ছ'দশক পার

আরও পড়ুন: তেরঙা তুললেন রামোজি রাও, স্বাধীনতা উদযাপনে মাতল বিশ্বের বৃহত্তম ফিল্ম সিটি

শুক্রবার রামোজি ফিল্ম সিটিতে অনুষ্ঠিত হল এই সংস্থার 60 বছর পূর্তির অনুষ্ঠান ৷ রামোজি রাও ছাড়াও, মার্গদর্শী চিটফান্ড প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শৈলজা কিরণ, এনাডু'র ম্যানেজিং ডিরেক্টর কিরণ, রামোজি রাও-এর পরিবারের সদস্যরা এবং কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মীরা তাতে অংশগ্রহণ করেছিলেন।

Last Updated : Oct 1, 2022, 5:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details