পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bombay High Court: 'তুলা আক্কাল নাহি, তু ভেদি আহেস', প্রচলিত এই মারাঠি কথা অপমানজনক নয় - প্রচলিত মারাঠি কথা

Woman Files Case Against Husband for Remarks Tula Akkal Nahi Tu Vedi Ahes: এক দাম্পত্য কলহ সংক্রান্ত মামলায়, প্রচলিত মারাঠি কথা 'তুলা আক্কাল নাহি, তু ভেদি আহেস' (তোমার কোনও জ্ঞান নেই, তুমি পাগল)-কে অপমানজনক নয় বলে পর্যবেক্ষণে জানাল বম্বে হাইকোর্ট ৷

Bombay High Court ETV BHARAT
Bombay High Court

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 5:41 PM IST

মুম্বই, 17 সেপ্টেম্বর: মারাঠিদের মধ্যে একটি সাধারণ প্রচলিত কথা, 'তুলা আক্কাল নাহি, তু ভেদি আহেস' ৷ বাংলায় এর তরজমা করলে দাঁড়ায়, ‘তোমার কোনও জ্ঞান নেই, তুমি পাগল’ ৷ যা অধিকাংশ ক্ষেত্রেই কোনও ব্যক্তিকে তিরস্কার করার ক্ষেত্রে ব্য়বহার করা হয় ৷ যা বহু ক্ষেত্রে ব্যক্তির পক্ষে অপমানজনক হয়ে ওঠে ৷ কিন্তু, স্বামী-স্ত্রীর মধ্যে সাধারণ ক্ষেত্রে এই শব্দের প্রয়োগ কখনই অপমানজনক বা অপশব্দ হিসাবে বিবেচিত হবে না ৷ সম্প্রতি একটি মামলার শুনানিতে এমনই পর্যবেক্ষণ করেছে বম্বে হাইকোর্ট ৷

তবে, এই শব্দের প্রয়োগ কী উদ্দেশ্যে করা হচ্ছে ? তা অবশ্যই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে বম্বে হাইকোর্ট ৷ বিচারপতি নীতীন সামবরে এবং বিচারপতি শর্মিলা দেশমুখের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, ‘‘মারাঠিরা বাড়িতে কথা বলার সময় এই শব্দের প্রয়োগ করেই থাকে ৷ এটি প্রচলিত কথা ৷ এমন প্রচলিত কথা কখনই অপমানজনক বা অপশব্দ হিসাবে গ্রাহ্য হতে পারে না ৷’’ তবে, এর ব্যবহারের উদ্দেশ্য নিয়েও আদালত তার পর্যবেক্ষণ জানিয়েছে ৷

সেখানে বিচারপতিদের পর্যবেক্ষণ ছিল, ‘‘যদি কেউ কোনও ব্যক্তি বা ব্যক্তিবর্গকে ছোট বা অপমান করার উদ্দেশ্যে ইচ্ছাকৃত বলে থাকেন, তাহলে তা অবশ্যই অপমানজনক বা অপশব্দ হিসাবে ধরা হবে ৷’’ এক মহিলা তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা করেছিলেন ৷ অভিযোগ ছিল, তাঁর স্বামী তাঁকে 'তুলা আক্কাল নাহি তু ভেদি আহেস', এই কথা বলে অপমান করেন ৷ কিন্তু, ওই ব্যক্তি যে তাঁর স্ত্রীকে অপমান বা ছোট করার উদ্দেশ্যে একথা বলেন, তা প্রমাণ করতে পারেননি মহিলা ৷ এমনকি তাঁর প্রতি স্বামীর আচরণ হিংসাত্মক, এমনটাও প্রমাণ করতে পারেননি মহিলা ৷

আরও পড়ুন:45 বছরের সুখী দাম্পত্য জীবন ! মৃত স্ত্রীর মূর্তি গড়ে প্রতিদিন পুজো স্বামীর

আদালতের মন্তব্য ছিল, ‘‘মামলাকারী মারাঠি বা যে কোনও সমাজের যে কোনও স্তরের হোক না কেন, এগুলি মারাঠি ভাষায় সাধারণ কথা ৷ এই কথা নোংরা ভাষায় গালাগালি হিসাবে বিবেচিত হতে পারে না ৷ যদি না যে প্রেক্ষাপটে উক্তিগুলি করা হয়েছিল, তা প্রমাণ করে যে ওই ব্যক্তিকে অপমান ও একইরকম উদ্দেশ্য ছিল ৷’’ তাই মারাঠিতে এই শব্দবন্ধগুলিকে কখনই অপমানজনক বা গালাগালি হিসেবে উল্লেখ করা যাবে না বলে জানিয়েছে মম্বে হাইকোর্ট ৷

ABOUT THE AUTHOR

...view details