পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ছত্তিশগড়ে প্যাসেনঞ্জার ট্রেনকে লাইনচ্যুত করল মাওবাদীরা

একটি জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেনটি যাওয়ার সময় মাওবাদীরা ট্রেনটিকে আটকায় ৷ এবং ট্রেনে থাকা যাত্রীদের বলে 26 এপ্রিলে ভারত বনধ করার জন্য তাদের সাহায্য করতে ৷ এমনকি ভারত বনধের সমর্থনে কিছু পোস্টারও তারা ট্রেনে লাগিয়ে দেয় ৷

ট্রেনকে লাইনচ্যুত করল নকশাল বাহিনী
ট্রেনকে লাইনচ্যুত করল নকশাল বাহিনী

By

Published : Apr 24, 2021, 10:03 AM IST

ছত্তিশগড়, 24 এপ্রিল :শুক্রবার ছত্তিশগড়ের দান্তেওয়াড়ার ভংশী এবং বচেলীর মাঝামঝি এলাকায় একটি প্যাসেঞ্জার ট্রেনকে লাইনচ্যুত করল মাওবাদীরা ৷ এই ট্রেনে থাকা 30 জন যাত্রীই সুরক্ষিত আছে বলে খবর মিলেছে ৷

সূত্রের খবর, একটি জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেনটি যাওয়ার সময় মাওবাদীরা ট্রেনটিকে আটকায় ৷ এবং ট্রেনে থাকা যাত্রীদের বলে 26 এপ্রিলে ভারত বনধ করার জন্য তাদের সাহায্য করতে ৷ এমনকি ভারত বনধের সমর্থনে কিছু পোস্টারও তারা ট্রেনে লাগিয়ে দেয় ৷

দান্তেওয়াড়ার এসপি জানিয়েছেন, প্রায় 45 মিনিট মাওবাদীরা ট্রেনটিকে আটকে রেখেছিল ৷ তবে ট্রেনের কোনও যাত্রীর কোনও ক্ষতি তারা করেনি ৷

ভারত বনধের সমর্থনে পোস্টার

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জেলা রিজার্ভ গার্ডের জওয়ানরা ঘটনাস্থলে পৌছে ট্রেনে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করেন ৷

এর আগে, 4 এপ্রিল মাওবাদীরা সুরক্ষা বাহিনীকে আক্রমণ করে 22 জন জওয়ানকে হত্যা করেছিল ।

আরও পড়ুন :ফের হিমবাহ ভেঙে বিপর্যয় চামোলির ভারত-চিন সীমান্তে

ABOUT THE AUTHOR

...view details