পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Food Poisoning in Hostel: জব্বলপুর হস্টেলে খাবারে বিষক্রিয়ায় অসুস্থ 300 পড়ুয়া, হাসপাতালে চিকিৎসাধীন

জব্বলপুরের একটি হস্টেলে সবজি খেয়ে 300 পড়ুয়ার স্বাস্থ্যের অবনতি ৷ সঙ্গে রক্তি ​​বমি ৷ চিকিৎসার জন্য সরকারি ও বেসরকারি হাসপাতালে ভরতি ছাত্রছাত্রীরা ৷

Food Poisoning
খাবারে বিষক্রিয়া

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2023, 12:59 PM IST

জব্বলপুর(মধ্যপ্রদেশ), 19 সেপ্টেম্বর: হস্টেলের খাবারে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়ল প্রায় 300 পড়ুয়া । অনেক ছাত্রছাত্রী রক্ত ​​বমিও করেছে । ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জব্বলপুরের রামপুর ছাপার একলব্য স্কুলের হস্টেলে ৷ অসুস্থ পড়ুয়াদেরকে চিকিৎসার জন্য সরকারি ও বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে ।

জানা গিয়েছে, পড়ুয়ারা সন্ধ্যার খাবারে হস্টেলে কাঁঠালের সবজি খেয়েছিল ৷ যেটি খাওয়ার পরই তাদের স্বাস্থ্যের অবনতি হয় । আশপাশের লোকজন এই খবর জানতে পেরে সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন হাসপাতালের যান । স্কুল কর্তৃপক্ষ ঘটনায় কোনও পদক্ষেপ করেনি বলে স্থানীয়দের অভিযোগ । এমনকী এক অটো চালক বা স্থানীয় নেতা পড়ুয়াদের সাহায্য করার জন্য এগিয়ে আসেন ৷ তিনি তাঁর অটোতে করে সকলকে হাসপাতালে নিয়ে যান ।

রাজু সূর্যবংশী নামে ওই অটোচালক রামপুর ছাপার একলব্য স্কুলের কাছে যাত্রীকে নামাতে গিয়েছিলেন । এ সময় তিনি রাস্তার ওপর দাঁড়িয়ে পড়ুয়াদের কাঁদতে দেখেন । তিনি তাৎক্ষণিকভাবে শিশুদের জিজ্ঞাসা করলে তারা জানায়, সন্ধ্যার খাবারের পর অসুস্থ হতে শুরু করে তারা ৷ কিছুজন বমি করছে এবং কিছুজনের মাথা ঘোরাচ্ছে । এরপরেই রাজু সাত শিশুকে তাঁর অটোতে বসিয়ে সরাসরি সরকারি হাসপাতালে নিয়ে যান ৷ যেখানে এই শিশুদের চিকিৎসা চলছে । পাশাপাশি 60 থেকে 70 শিশুকে মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছে দিয়েছেন স্থানীয় কাউন্সিলর দীনেশ এবং অনুপম জৈন ।

এক পড়ুয়ার বাবা গোপাল সিং কাকুদিয়া জানিয়েছেন, তাঁর সন্তানও একলব্য হস্টেলে দ্বাদশ শ্রেণিতে পড়ে এবং হোস্টেলে থাকে । তিনি তাঁর সন্তানের সঙ্গে দেখা করতে এসেছিলেন ৷ তখন তিনি এই ঘটনাটি জানতে পারেন । সঙ্গে সঙ্গে তিনি তাঁর সন্তান ও অন্যান্য শিশুদের নিয়ে সরকারি হাসপাতালে পৌঁছন । গোপালের অভিযোগ, হস্টেলে শিশুদের খুব খারাপ খাবার দেওয়া হয়, যার ফলে শিশুরা আজ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ।

আরও পড়ুন:পূর্বস্থলীতে খাবারে বিষক্রিয়ার কারণে অসুস্থ মহিলা-সহ 8 শিশু

এই ঘটনা আবারও আদিবাসী হস্টেলের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে । আদিবাসী শিশুরা যাতে সুশিক্ষা লাভ করতে পারে সেজন্য সরকার ছাত্রাবাসের জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে ৷ কিন্তু দুর্নীতির কারণে এই অর্থ নষ্ট হচ্ছে বলে অভিযোগ । এ ক্ষেত্রেও শুধু হোস্টেলের ব্যবস্থাপনা নিয়েই প্রশ্ন ওঠেনি ৷ এসব ছাত্রাবাস পরিদর্শনকারীদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে ।

ABOUT THE AUTHOR

...view details