সাঙ্গরুর (পঞ্জাব), 2 ডিসেম্বর: মিড-ডে মিল খেয়ে অসুস্থ প্রায় ষাটের বেশি পড়ুয়া ৷ পঞ্জাবের সাঙ্গরুরের ঘাবদায় মেরিটোরিয়াস স্কুলের পড়ুয়াদের অসুস্থ হওয়ার ঘটনায় প্রতিবাদে নেমেছেন অভিভাবকরা ৷ অবস্থার অবনতি হওয়ায় সাঙ্গুরের সরকারি হাসপাতালে পড়ুয়াদের ভরতি করা হয়েছে। অভিভাবকদের অভিযোগ, দীপাবলির পর থেকে তাঁদের বাচ্চাদের ভালো খাবার দেওয়া হচ্ছে না ৷ এর আগে তাঁরা বহুবার অভিযোগ করেছেন ৷ কিন্তু তাতে কোনও কর্ণপাত করা হয়নি ৷ উল্লেখ্য, সরকারের তরফ থেকে দেওয়া স্কুলের পড়ুয়াদের জন্য মিড-ডে মিল দেওয়ার কথা বলেছে। তবে তারা কী ধরনের খাবার পায় সেদিকে কোনও নজর দেওয়া হয় না।
সরকারি হাসপাতালে ভরতি ছাত্রছাত্রীরা জানাচ্ছে, স্কুল থেকে আমাদের ভালো খাবার দেওয়া হচ্ছে না। আমাদের খাবার ঠিকঠাক দেওয়া হচ্ছে না তারফলেই তারা অসুস্থ হয়ে পড়ছি। অভিভাবকরা বলছেন, "আমাদের কোনও তথ্য দেওয়া হয়নি, যে আজ গত তিন দিন ধরে কী খেতে দেওয়া হচ্ছে ৷ আমাদের বাচ্চারা গত তিন দিন ধরে অসুস্থ, কিন্তু আমাদের জানানো হয়নি। আজ যখন আমাদের বাচ্চাদের হাসপাতালে ভরতি তখন আমরা সিকিউরিটি ইনচার্জের কাছ থেকে ফোন পেয়েছি।"