পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Building Collapsed in Lucknow: লখনউ শহরে ভাঙল বহুতল, উদ্ধার 14; এখনও আটকে 5 - of collapsed building in lucknow of uttar pradesh

লখনউয়ে দুর্ঘটনা। ভেঙে পড়ল একটি বহুতল । আটকে পড়লেন বেশ কয়েকজন। রাজ্য পুলিশের ডিজি সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, এখনও পর্যন্ত 14 জনকে উদ্ধার করা হয়েছে (DGP said police rescued 14 people so far)

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 25, 2023, 8:10 AM IST

Updated : Jan 25, 2023, 9:03 AM IST

লখনউ, 25 জানুয়ারি: লখনউয়ে বহুতল ভেঙে আটকে পড়লেন বেশ কয়েকজন । পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতের এই ঘটনায় এখনও পর্যন্ত 14 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে । তবে এখনও অন্তত পাঁচজন আটকে রয়েছেন বলে অনুমান (At least Five people stuck under debris) । তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।

ডিজি আরও জানান, ওই পাঁচজনই একটি ঘরের মধ্যে আছেন। অক্সিজেনের সমস্যা যাতে না-হয় ত নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে প্রশাসন । ওই ঘরে অক্সিজেন পৌঁছনোর ব্যবস্থা করা হয়েছে । তাছাড়া পাঁচজনের মধ্যে দু'জনের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে । ফোন করে তাঁদের থেকে ভেতরের পরিস্থিতি কেমন তা জানার চেষ্টা হচ্ছে । সেই তথ্যের ভিত্তিতেই উদ্ধারকার্য চালানো হবে বলে খবর ।

ঠিক কী কারণে বাড়িটি ভেঙে পড়ল তা জানার কাজ শুরু হয়েছে । রক্ষণাবেক্ষণের সমস্যা ছিল বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ । বাড়িটির মালিকের সঙ্গে কথা বলা হবে বলে জানিয়েছেন ডিজি । তিনি জানান, সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত করে দেখা হবে । ইতিমধ্যেই কয়েকটি সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে । ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি ।

পুরনো বাড়ি ভেঙে দুর্ঘটনা নতুন কোনও বিষয় নয়। কলকাতা থেকে শুরু বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটেই থাকে । বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ঠিকভাবে মেরামতি না-হওয়ায় বাড়িগুলির পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে । আর তার জেরেই এই ধরনের ঘটনা ঘটছে । কয়েকটি ক্ষেত্রে প্রাসশনিক স্তরে ব্য়বস্থাও নেওয়া হয়েছে। কলকাতার মতো শহরে এই ধরনের ঘটনা রুখতে পৌরসংস্থা র ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ । কোনও বাড়ির পরিস্থিতি খারাপ হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় পৌরসংস্থা। তাতে দুর্ঘটনার আশঙ্কা অনেকটাই কমে ।

আরও পড়ুন: ন্টারনেট-বিদ্যুৎ নেই! এবিভিপির বিরুদ্ধে পাথর ছোড়ার অভিযোগ জেএনইউয়ের

Last Updated : Jan 25, 2023, 9:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details