রুদ্রপ্রয়াগ, 4 অগস্ট: লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত কেদারনাথ ৷ গৌরীকুণ্ড পাহাড় থেকে ধস নেমে দু’টি দোকান ধুলিসাৎ হয়ে গিয়েছে ৷ এই ঘটনায় অন্তত 13 জন নিখোঁজ বলে জানা গিয়েছে ৷ ওই সময় দোকান দু’টির ভিতরে অনেক কর্মচারী ঘুমোচ্ছিলেন ৷ তাঁরা সকলেই নিখোঁজ ৷ লাগাতার বৃষ্টিতে ধসের সঙ্গে বড় বোল্ডারও নেমে আসে ৷ ফলে দোকানে থাকা এবং নিঁখোজ ব্যক্তিদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষিণ বলে মনে করছে প্রশাসন ৷ ঘটনাস্থলে এসডিআরএফ-এর দল পৌঁছালেও, লাগাতার বৃষ্টিতে উদ্ধার কাজ শুরু করা যায়নি ৷
গৌরীকুণ্ড পাহাড়ে ধস নেমে বহু মানুষ নিখোঁজ: কেদারনাথ যাত্রার শেষ পর্যায় অর্থাৎ, গৌরীকুণ্ড পাহাড়ের গতকাল রাতে হঠাৎই ধস নামে ৷ স্থানীয় প্রশাসন সূত্রে খবর, সেই ধসের ভয়াবহতা এতটাই ছিল যে, নিচে অবস্থিত দু’টি দোকান পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে ৷ নিখোঁজ 13 জনের অধিকাংশই নেপাল থেকে এ দেশে কর্মসূত্রে এসেছেন ৷ তাঁরা রাতে দোকানেই থাকতেন ৷ গতকাল রাতেও ধস নামার সময় তাঁরা ঘুমাচ্ছিলেন ৷