পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Jeep Accident in Wayand: খাদে জিপ উলটে ওয়ানাডে মৃত্যু 9 মহিলার, শোকপ্রকাশ রাহুলের - accident in kerala

কেরলের ওয়ানাডে শুক্রবার দুপুরে এক জিপ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে 9 জনের ৷ আহত 4 ৷ এই দুর্ঘটনার খবরে শোক প্রকাশ করেছেন ওয়ানাডের সাংসদ রাহুল গান্ধি ৷

ETV Bharat
দুর্ঘটনাস্থলের ছবি

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 5:39 PM IST

Updated : Aug 25, 2023, 6:27 PM IST

ওয়ানাড, 25 অগস্ট:যাত্রী বোঝাই একটি জিপ উলটে কেরলের ওয়ানাডের থালাপ্পুঝা এলাকায় মৃত্যু হল 9 জনের ৷ মৃতরা প্রত্যেকেই মহিলা ৷ শুক্রবার দুপুর সাড়ে তিনটে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে ৷ গাড়িটি রাস্তা দিয়ে গড়িয়ে পাশের একটি বড় গর্তে পড়ে যাওয়ায় দুর্ঘটনার অভিঘাত এত বেশি হয়েছে বলে মনে করা হচ্ছে ৷ এই জিপটিতে চা-বাগান শ্রমিকরা ছিলেন বলে জানা গিয়েছে ৷ গাড়িটিতে অতিরিক্ত যাত্রী বোঝাই করা হয়েছিল বলে অনুমান ৷ এই দুর্ঘটনায় আহত হয়েছেন 4 জন ৷ এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ওয়ানাডের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷

সোশাল মিডিয়ায় রাহুল লিখেছেন, "ওয়ানাডের এই জিপ দুর্ঘটনা ও চা-বাগান শ্রমিকদের মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত ৷ আমার সঙ্গে জেলা প্রশাসনের কথা হয়েছে, আমি দ্রুত সাহায্যের আবেদন জানিয়েছি ৷ যারাঁ এই দুর্ঘটনার শিকার হলেন তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা ৷ আহতদের দ্রুত আরোগ্য কমনা করছি ৷"

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন দুর্ঘটনার সময় ও শ্রমিক বোঝাই জিপটি রাস্তার পাশের 25 মিটার নীচু একটি গর্তে গিয়ে পড়ে ৷ জানা গিয়েছে মৃতদের সকলেই মহিলা ৷ তাঁরা চা-বাগানে কাজ শেষে গাড়ি করে বাড়ি ফিরছিলেন ৷ মৃতদের মধ্যে 7 জনের পরিচয় জানা গিয়েছে ৷ তাঁরা হলেন, উমা, রানি, সান্থা, রবিতা, চিনাম্মা, সাজা ও লীলা ৷ তাঁরা কাম্বামালা, থভিঞ্জাল পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছিলেন ৷ এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জিপটির চালক ৷ ঘটনার সময় ওই গাড়িতে চালক সমেত 13 জন সওয়ার ছিলেন ৷ তাঁদের মধ্যে 9 জনের মৃত্যু হয়েছে ৷

আরও পড়ুন: শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত একই পরিবারের 5 জন

আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের মানান্থাওয়াড়ি মেডিক্যাল কলেজে ভরতি করা হয়েছে ৷ দুর্ঘটনার পর স্থানীয়রাই প্রথম উদ্ধারকাজে নামেন ৷ তবে ওই গভীর গর্তের ভিতর থেকে মৃত ও আহতদের উদ্ধার করতে যথেষ্ট বেগও পেতে হয় ৷ পাথরে ভরা ওই গর্তে মূলত মাথায় ভারী আঘাত লেগে অধিকাংশের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান ৷ জেলাশাসক ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এলাকায় যান ৷

Last Updated : Aug 25, 2023, 6:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details