মোরাদাবাদ (উত্তরপ্রদেশ), 7 মে: উত্তরপ্রদেশের মোরাবাদাবে ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ৷ রবিবার দুপুরের এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত 9 জনের মৃত্যু হয়েছে ৷ আহত একাধিক ৷ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে সওয়ার সকলেই মোরাদাবাদের রামপুরে একটি বিয়ে বাড়িতে যাচ্ছিলেন ৷ গাড়িটিতে 26 জন সওয়ারি ছিলেন ৷ গন্তব্যে যাওয়ার সময়ে সামনে থেকে দ্রুত গতিতে এসে একটি ট্রাক ওই গাড়িতে ধাক্কা মারে ৷
পুলিশের তরফে জানানো হয়েছে, মোরাদাবাদের করভাকু গ্রামের বাসিন্দা আব্বাস এবং তাঁর ভাই সাব্বির আত্মীয়দের নিয়ে একটি বিয়েবাড়িতে যোগ দিতে রামপুর যাচ্ছিলেন ৷ গাড়িটি দৌলতপুরের কাশিরাম রোডে পৌঁছাতেই সামনে থেকে প্রবল গতিতে আসা একটি ট্রাক ধাক্কা মারে সেটিতে ৷ ঘটনার জেরে রাস্তা থেকে নিচে পড়ে যায় গাড়িটি ৷ এমনকি ঘাতক ট্রাকটিও উলটে যায় ৷ ঘটনাস্থলের আশেপাশে থাকা লোকজন ছুটে যান আহতদের উদ্ধার করতে ৷ খবর পেয়ে পুলিশও সেখানে পৌঁছয় ৷ ঘটনাস্থলে যায় অ্যাম্বুল্যান্স ৷