পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Road Accident in Moradabad: মোরাদাবাদে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত 9 জনের মৃত্যু, আহত একাধিক - পথ দুর্ঘটনা

ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একাধিক জনের মৃত্যু ৷ উত্তরপ্রদেশের মোরদাবাদের ঘটনায় অনেকে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ রবিবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে ৷

Road Accident in Moradabad ETV BHARAT
Road Accident in Moradabad

By

Published : May 7, 2023, 7:45 PM IST

Updated : May 8, 2023, 2:33 PM IST

মোরাদাবাদ (উত্তরপ্রদেশ), 7 মে: উত্তরপ্রদেশের মোরাবাদাবে ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ৷ রবিবার দুপুরের এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত 9 জনের মৃত্যু হয়েছে ৷ আহত একাধিক ৷ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে সওয়ার সকলেই মোরাদাবাদের রামপুরে একটি বিয়ে বাড়িতে যাচ্ছিলেন ৷ গাড়িটিতে 26 জন সওয়ারি ছিলেন ৷ গন্তব্যে যাওয়ার সময়ে সামনে থেকে দ্রুত গতিতে এসে একটি ট্রাক ওই গাড়িতে ধাক্কা মারে ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, মোরাদাবাদের করভাকু গ্রামের বাসিন্দা আব্বাস এবং তাঁর ভাই সাব্বির আত্মীয়দের নিয়ে একটি বিয়েবাড়িতে যোগ দিতে রামপুর যাচ্ছিলেন ৷ গাড়িটি দৌলতপুরের কাশিরাম রোডে পৌঁছাতেই সামনে থেকে প্রবল গতিতে আসা একটি ট্রাক ধাক্কা মারে সেটিতে ৷ ঘটনার জেরে রাস্তা থেকে নিচে পড়ে যায় গাড়িটি ৷ এমনকি ঘাতক ট্রাকটিও উলটে যায় ৷ ঘটনাস্থলের আশেপাশে থাকা লোকজন ছুটে যান আহতদের উদ্ধার করতে ৷ খবর পেয়ে পুলিশও সেখানে পৌঁছয় ৷ ঘটনাস্থলে যায় অ্যাম্বুল্যান্স ৷

জানা গিয়েছে, ঘটনাস্থলেই দুই মহিলা এবং এক শিশুর মৃত্যু হয়েছিল ৷ পরে হাসপাতালে নিয়ে গেলে মৃতের সংখ্যা বেড়ে 9 জনে পৌঁছয় ৷ বাকিরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন ৷ আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ এই ঘটনায় মৃত ও আহতদের পরিচয় জানা গিয়েছে ৷

আরও পড়ুন:বিহারে গাড়ি দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্য-সহ 5 জনের মৃত্যু

মৃতেরা হলেন, আসিফা, রাজিয়া, হানিফ, মোহাম্মদ, আলম, গুসরাফা, মুনিজা, হুকুমত এবং জুবের ৷ আর হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন ইমরান, আব্বাস, ইশতাকার, সোবিয়া, শায়েস্তা, তারানা, ফারহান বুশরা, হোসেন আলি, আরশাদা, সোফিয়া, তারান্নুম, বিলাল, কুম্বরা এবং আলিশা ৷ দুর্ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক এবং গাড়িটিকে উদ্ধার করা হয়েছে ৷ ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

Last Updated : May 8, 2023, 2:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details