বারাবাঁকি, 7 অক্টোবর : ট্রাক আর বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন 9 জন ৷ 27 জনেরও বেশি মানুষ জখম হয়েছেন ৷ ঘটনাটি ঘটেছে আজ দেবাং থানার বুবরি গ্রামের কাছে ৷ আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য লখনৌ পাঠানো হয়েছে ৷ সূত্রে জানা গিয়েছে, 60 জন যাত্রী-সহ বাসটি দিল্লি থেকে বাহরাইচের দিকে যাচ্ছিল ৷
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনায় শোক প্রকাশ করে আহতদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷ অযোধ্যা রোডের দিকে যাওয়া বাস আর উল্টো দিক থেকে আসা ট্রাকের মধ্যে সামনা-সামনি সংঘর্ষ হয় ৷ বারাবাঁকির এসপি জানিয়েছেন, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে ৷