পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Barabanki accident : বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বারাবাঁকিতে মৃত 9, ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর - উত্তরপ্রদেশ

একদিক থেকে বাস আসছিল, অন্যদিক থেকে ট্রাক ৷ মুখোমুখি ধাক্কায় প্রাণ গেল 9 জনের, আহত 27 জনেরও বেশি ৷ ক্ষতিপূরণের কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

বারাবাঁকিতে পথ দুর্ঘটনা
বারাবাঁকিতে পথ দুর্ঘটনা

By

Published : Oct 7, 2021, 12:11 PM IST

Updated : Oct 7, 2021, 2:09 PM IST

বারাবাঁকি, 7 অক্টোবর : ট্রাক আর বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন 9 জন ৷ 27 জনেরও বেশি মানুষ জখম হয়েছেন ৷ ঘটনাটি ঘটেছে আজ দেবাং থানার বুবরি গ্রামের কাছে ৷ আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য লখনৌ পাঠানো হয়েছে ৷ সূত্রে জানা গিয়েছে, 60 জন যাত্রী-সহ বাসটি দিল্লি থেকে বাহরাইচের দিকে যাচ্ছিল ৷

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনায় শোক প্রকাশ করে আহতদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷ অযোধ্যা রোডের দিকে যাওয়া বাস আর উল্টো দিক থেকে আসা ট্রাকের মধ্যে সামনা-সামনি সংঘর্ষ হয় ৷ বারাবাঁকির এসপি জানিয়েছেন, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন : Purulia Accident : জাতীয় সড়কে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত আরও ছয়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষতিপূরণ ঘোষণা করে টুইট করেছেন ৷ তিনি লিখেছেন, "উত্তরপ্রদেশের বারাবাঁকিতে পথ দুর্ঘটনার খবরে ব্যথিত ৷ যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারকে সমবেদনা জানাই, আহতদের জন্য প্রার্থনা করছি ৷ পিএমএনআরএফ থেকে মৃত পরিবারের সদস্যকে 2 লক্ষ টাকা করে এবং আহতদের পরিবারকে 50 হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে ৷"

Last Updated : Oct 7, 2021, 2:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details