পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Death in Lightning: সতর্কতা উপেক্ষা করে গরু চরাতে মাঠে, বিহারে বজ্রপাতে 26 জনের মৃত্যু

বিহারে বজ্রপাতে 26 জনের মৃত্যু। এর পাশাপাশি প্রাণ হারিয়েছে বহু গবাদিপশুও। একই সঙ্গে বজ্রপাতে আহত হয়েছেন বহু মানুষ । বিপর্যয় মোকাবিলা দফতর জনগণকে সতর্কতা অবলম্বন করতে বলেছে ৷

Death in Lightning
বজ্রপাতে মৃত্যু

By

Published : Jul 5, 2023, 12:13 PM IST

পটনা, 5 জুলাই: বিহার প্রশাসনের সতর্কতা সত্ত্বেও বৃষ্টির সময় মাঠে গবাদি পশু চরাতে গিয়ে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ বিভিন্ন জেলায় বজ্রপাতে মৃত্যু হয়েছে মোট 26 জনের । রোহতাসে বজ্রপাতে 6 জনের মৃত্যু হয়েছে । 26 জনের মৃতের তালিকায় রয়েছেন মহিলারাও ৷ জামুইয়ে মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে এক নাবালিকার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে । বক্সারে বজ্রপাতে তিনজনের মৃত্যু ও সাতজন আহত হয়েছেন ।

জেহানাবাদে তিনজনের মৃত্যু:মঙ্গলবার সন্ধ্যায় জেহানাবাদে বিভিন্ন স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে । একজন গুরুতর আহত। আহত ব্যক্তিকে হাসপাতালে ভরতি করা হয়েছে । বজ্রপাতে প্রথম মৃত্যুর ঘটনাটি ঘটে এই জেলার হুলাসগঞ্জ থানার অন্তর্গত রুস্তমচক গ্রামে । অপরদিকে দ্বিতীয় মৃত্যু ঘটে কাকো থানা এলাকার দক্ষিণী গ্রামে। সেখানে বাধড় গ্রামে গবাদি পশু চরাতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির । তৃতীয় ঘটনাটি পারস বিঘা থানার অন্তর্গত তিতাই বিঘা গ্রামের ৷ যেখানে বৃষ্টির মধ্যে পকুরে স্থান করতে গিয়ে ঠান্ডাজনিত কারণে এক যুবকের মৃত্যু হয়েছে ।

বাঁকায় দু'জনের মৃত্যু: টানা বৃষ্টির সঙ্গে বজ্রপাতে বাঁকায় দুই রাখালের মৃত্যু হয়েছে । ঘটনাটি জেলার বেলহার থানার অন্তর্গত জামুয়া গ্রামে। বজ্রপাতের পর তাঁদের দুজনকে পরিবারের সদস্যরা সংগ্রামপুর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যায় । যেখানে চিকিৎসক দু'জনকেই মৃত বলে ঘোষণা করেন । কাটিহারেও বজ্রপাতে মৃত্যু হয়েছে এক কৃষকের । ওই কৃষক মাঠে ধান রোপণ করছিলেন ৷ এমন সময় বজ্রপাত হয় । তাঁর স্ত্রী এবং ছেলেও সঙ্গে ছিলেন ৷ ঘটনার পর তাঁর স্ত্রী ও ছেলেও অজ্ঞান হয়ে যায় ।

জামুইয়ে নাবালিকা-সহ তিনজনের মৃত্যু: জামুই জেলায় বজ্রপাতে 11 বছরের একটি বালিকা-সহ তিনজনের মৃত্যু হয়েছে । ওই নাবালিকা গিধাউর থানা এলাকার রতনপুর গ্রামের বাসিন্দা সাত যাদবের মেয়ে আংশু কুমারী । জানা গিয়েছে, বজ্রপাতের সময় মেয়েটি গরু আনতে সিদ্ধক ওয়াহিয়ারে গিয়েছিল । সেই সময়ে বজ্রপাতে তার মৃত্যু হয় ।

গয়াতে 2 এবং ঔরঙ্গাবাদে একজনের মৃত্যু: গয়াতেও বজ্রপাতে মৃত্যুর খবর সামনে এসেছে । কামাল বিঘায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে । ঔরঙ্গাবাদের ডুমরা গ্রামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে । একই সময়ে ভাগলপুরের বাহিয়ারে প্রাণ হারিয়েছেন এক মহিলা ও তাঁর নাতনি ভারতী কুমারী । সুপলেও প্রবল বৃষ্টি ও বজ্রপাতে দু'জনের মৃত্যু হয়েছে ।

আরও পড়ুন:বুধবার দুপুরে মালদায় বজ্রপাতে মৃত্যু 7 জনের

বিপর্যয় মোকাবিলা দফতরের সতর্কবার্তা: বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে মানুষকে প্রতিনিয়ত সতর্ক করা হচ্ছে । বৃষ্টি শুরু হলে মাঠে কাজ বন্ধ করে নিরাপদ কোথাউ আশ্রয় নিতে বলা হয়েছে । গাছ বা বৈদ্যুতিক খুঁটির কাছে দাঁড়াতে নিষেধ করা হয়েছে । লোহার রডের ছাতা ব্যবহার না করার পরামর্শ দিয়েছে বিপর্যয় মোকাবিলা দফতর । বৃষ্টির সময় মোবাইল বন্ধ রাখতে বলা হয়েছে ৷ তবে দেখা যায়, অধিকাংশ মানুষই এই সতর্কতাগুলি মানতে চান না । যার কারণে বিপুল সংখ্যক মানুষ মারা যাচ্ছে বলে বিপর্যয় মোকাবিলা দফতরের দাবি ।

ABOUT THE AUTHOR

...view details