পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Cyclone Biparjoy: শক্তি হারাল 'বিপর্যয়'! বিধ্বস্ত গুজরাতে নেই বিদ্যুৎ - বিধ্বস্ত গুজরাতে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে 6টার সময় আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয় ৷ বিপর্যয়ের ধ্বংসলীলা চলে মধ্যরাত পর্যন্ত ৷ এতে গুজরাতের বিভিন্ন জায়গায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে ৷ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বহু গ্রামে ৷ বহু গবাদি পশুর মৃত্যু হয়েছে ৷

ETV Bharat
বিপর্যয়

By

Published : Jun 16, 2023, 10:45 AM IST

Updated : Jun 16, 2023, 12:08 PM IST

অতি প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয় আছড়ে পড়ায় বিধ্বস্ত গুজরাত

গান্ধিনগর, 16 জুন: অতি প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়ের তাণ্ডবে অন্ততপক্ষে 22 জন জখম হয়েছেন ৷ বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ গুজরাত উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ৷ এখনও পর্যন্ত 23টি পশু মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ ঝোড়ো হাওয়ার সঙ্গে অতি ভারী বৃষ্টিতে কমপক্ষে 524টিরও বেশি গাছ উপড়েছে ৷ রাজ্যে বিভিন্ন জায়গায় বিদ্যুতের পোলগুলিও রাস্তাঘাটে পড়ে রয়েছে ৷ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিদ্যুৎ সংযোগ ৷ প্রশাসন সূত্রে খবর, 940 টি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ৷

শুক্রবার সকালে কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় এখন প্রবল অর্থাৎ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ৷ আজ সেটি সাড়ে 5টার সময় সৌরাষ্ট্র ও কচ্ছের উপর অবস্থান করছিল ৷ গুজরাতের জাখাউ বন্দর থেকে 70 কিমি এবং নালিয়া থেকে 50 কিমি উত্তর-পূর্বে রয়েছে ৷ দুপুরের পর আরও শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে ৷ বিকেলে শক্তিক্ষয় করে নিম্নচাপে পরিণত হবে বিপর্যয় ৷ সেটি দক্ষিণ রাজস্থানের দিকে যাবে ৷

গতকাল বিপর্যয় আছড়ে পড়ার ফলে বহু ট্রেন বাতিল হয়েছে ৷ পশ্চিম রেল জানিয়েছে, বিপর্যয়ের ফলে গুজরাতে যাতায়াতকারী, বা সেখান থেকে ছাড়বে এমন প্রায় 99টি ট্রেন বন্ধ করা হয়েছে ৷ আইএমডি-র এক আবহাওয়া বিশেষজ্ঞ জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধে সাড়ে 6টা নাগাদ এই ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয় ৷ তা চলে মধ্যরাত পর্যন্ত ৷ 10 দিনেরও বেশি সময় ধরে এই ঘূর্ণিঝড় আরব সাগরের উপর অবস্থান করছিল ৷

মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল পুরিস্থিতি পর্যালোচনা করছেন ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, আটটি ক্ষতিগ্রস্ত জেলায় গুজরাত সরকার 631টি মেডিক্যাল দল এবং 504টি অ্যাম্বুলেন্স পাঠিয়েছে ৷ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত 94 হাজার মানুষকে অস্থায়ী শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাতেই ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে ফোনে কথা বলেন ৷

মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমার ফোনে কথা হয়েছে ৷ তিনি ঘূর্ণিঝড় বিপর্যয়ের আছড়ে পড়ার পর রাজ্যের বর্তমান অবস্থা নিয়ে খোঁজখবর নিয়েছেন ৷ সরকার গবাদি পশুর নিরাপত্তায় কী কী বন্দোবস্ত করেছে, তাও জিজ্ঞাসা করেছেন তিনি ৷ এমনকী গির অরণ্যে সিংহেরা কেমন আছেন, তাও জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী ৷"

আরও পড়ুন: বিপর্যস্ত গুজরাত, কচ্ছে আছড়ে পড়ল বিপর্যয়

Last Updated : Jun 16, 2023, 12:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details