শাহজাহানপুর (উত্তরপ্রদেশ), 15 এপ্রিল:ভয়াবহ এক পথ দুর্ঘটনায় উত্তরপ্রদেশের শাহজাহানপুরে মৃত্যু হল কমপক্ষে 12 জনের ৷ আহত হয়েছেন 24 জন ৷ পুলিশ জানিয়েছে, এদিন দুপুরে তিলহাপ পুলিশ স্টেশনের অন্তর্গত বীরসিং গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে ৷ জানা গিয়েছে, দুই ট্রাক্টর-ট্রলির রেষারেষির কারণে এদিন ব্রিজের রেলিং ভেঙে গররা নদীতে পড়ে যায় যাত্রীবোঝাই একটি ট্রাক্টর-ট্রলি ৷ এরজেরেই মৃত্যু হয় ওই ওই গাড়ির 12 জন যাত্রীর ৷ তাঁরা প্রত্যেকে ওই নদী থেকে জল নিতে গিয়েছিলেন বলে খবর ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে ৷
ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ আহতদের যাতে সুচিকিৎসা হয় তার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি ৷ টুইটারে মুখ্যমন্ত্রীর দফতরের তরফে শোকবার্তায় লেখা হয়েছে, "দুর্ঘটনায় মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন মুখ্যমন্ত্রী ৷ তাঁদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন ৷ আহতদের হাসপাতালে নিয়ে গিয়ে সুচিকিৎসার জন্যও তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ৷" ঘটনাস্থলে গিয়েছেন রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ৷