পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Uttar Pradesh Accident: উত্তরপ্রদেশে নদীতে পড়ল ট্রাক্টর-ট্রলি, মৃত কমপক্ষে 12 - উত্তরপ্রদেশে নদীতে পড়ল গাড়ি

উত্তরপ্রদেশের শাহজাহানপুরে নদীতে একটি ট্রাক্টর-ট্রলি পড়ে মৃত্যু হল কমপক্ষে 12 জনের ৷ দুটি যানের মধ্যে রেষারেষির ফলে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ৷

Etv Bharat
দুর্ঘটনাস্থলের ছবি

By

Published : Apr 15, 2023, 5:40 PM IST

Updated : Apr 15, 2023, 8:55 PM IST

শাহজাহানপুর (উত্তরপ্রদেশ), 15 এপ্রিল:ভয়াবহ এক পথ দুর্ঘটনায় উত্তরপ্রদেশের শাহজাহানপুরে মৃত্যু হল কমপক্ষে 12 জনের ৷ আহত হয়েছেন 24 জন ৷ পুলিশ জানিয়েছে, এদিন দুপুরে তিলহাপ পুলিশ স্টেশনের অন্তর্গত বীরসিং গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে ৷ জানা গিয়েছে, দুই ট্রাক্টর-ট্রলির রেষারেষির কারণে এদিন ব্রিজের রেলিং ভেঙে গররা নদীতে পড়ে যায় যাত্রীবোঝাই একটি ট্রাক্টর-ট্রলি ৷ এরজেরেই মৃত্যু হয় ওই ওই গাড়ির 12 জন যাত্রীর ৷ তাঁরা প্রত্যেকে ওই নদী থেকে জল নিতে গিয়েছিলেন বলে খবর ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে ৷

ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ আহতদের যাতে সুচিকিৎসা হয় তার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি ৷ টুইটারে মুখ্যমন্ত্রীর দফতরের তরফে শোকবার্তায় লেখা হয়েছে, "দুর্ঘটনায় মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন মুখ্যমন্ত্রী ৷ তাঁদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন ৷ আহতদের হাসপাতালে নিয়ে গিয়ে সুচিকিৎসার জন্যও তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ৷" ঘটনাস্থলে গিয়েছেন রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ৷

জেলার পুলিশ সুপার আনন্দ কুমার জানিয়েছেন, একটি ধর্মীয় অনুষ্ঠানের জন্য গররা নদী থেকে জল নিতে এসেছিলেন স্থানীয় আজমপুর গ্রামের বাসিন্দারা ৷ দু'টি ট্রাক্টর-ট্রলি করে গিয়েছিলেন গ্রামবাসীরা ৷ জল নিয়ে ফেরার সময় দু'টি ট্রাক্টর-ট্রলির চালক নিজেদের মধ্যে রেষারেষি শুরু করে কে আগে যাবে তা নিয়ে ৷ এর জেরে একসময় একটি ট্রাক্টর-ট্রলি নদীর উপরের সেতুর রেলিং ভেঙে নীচে নদীতে গিয়ে পড়ে ৷ ঘটনাস্থলেই কমপক্ষে 12 জনের মৃত্যু হয় ৷ ওই যানটিতে মোট 42 জন যাত্রী ছিলেন ৷

আরও পড়ুন: মোতিহারিতে মৃত্যুমিছিল, 'বিষমদের বলি' বলে অভিযোগ !

এই দুর্ঘটনার পর স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন এবং পুলিশে খবর দেওয়া হয় ৷ পরে পুলিশ ও উদ্ধারকারী দল এলাকায় গিয়ে উদ্ধারকাজে হাত লাগায় ৷ আহত ও মৃতদের দেহ হাসপাতালে পাঠানো হয় ৷ জানা গিয়েছে, এই দুর্ঘটনায় মৃতদের পরিবারকে 2 লক্ষ ও আহতদের 50 হাজার টাকা করে সাহায্য দেওয়া হবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৷

Last Updated : Apr 15, 2023, 8:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details