আমেদাবাদ, 30 অক্টোবর: রবিবার সন্ধ্যায় বড় দুর্ঘটনা ঘটল গুজরাতের মোরবি এলাকায় ৷ এখানকার মাচ্ছু নদীর উপর একটি কেবল ব্রিজ ভেঙে ঘটে বিপত্তি ৷ দুর্ঘটনায় কমপক্ষে 60 জনের মৃত্যু হয়েছে ৷ আশঙ্কা, জলে তলিয়ে গিয়েছেন বহু ৷ শুরু হয়েছে উদ্ধারকাজ ৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে (many died as Morbi cable bridge collapse in Gujarat) ৷ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷
ঘটনায় শোক প্রকাশ করেছেন গুজরাত সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শোক জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ প্রধানমন্ত্রী মোদি কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ৷ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য ও উদ্ধার কাজে গতি আনার নির্দেশ দিয়েছেন তিনি ৷ মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা ও আহতদের 50 হাজার টাকা করে সাহায্যের ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর তরফে ৷ মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে সাহায্য ঘোষণা করা হয়েছে রাজ্যের তরফেও (Gujarat Bridge Collapse) ৷ ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷