মালাপ্পুরম (কেরল), 8 মে: 30 জন যাত্রীকে নিয়ে উলটে গেল নৌকা ৷ জলে ডুবে মৃত্যু হল মহিলা ও শিশু-সহ বেশ কয়েকজনের ৷ রবিবার ঘটনাটি ঘটেছে কেরলের মালাপ্পুরম জেলার তানুর এলাকারথুভালথিরাম সমুদ্র সৈকতের কাছে ৷ ক্রীড়ামন্ত্রী ভি আবদুর রহিমান জানান, বিভিন্ন হাসপাতালের তথ্যের ভিত্তিতে 20 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে ৷ পরে আরও 2 জনের মৃত্যুর কথা জানায় প্রশাসন।
পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় চারজনকে কোট্টাক্কাল হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ প্রথমে উদ্ধার হওয়া 20 টি মৃতদেহের মধ্যে 15 জনের পরিচয় জানা গিয়েছে ৷ নৌকাটি ডাঙায় আনা হচ্ছে ৷ ভিতর থেকে আরও দেহ উদ্ধার হবে বলে মনে করা হচ্ছে ৷ তবে নৌকাটি উলটে যাওয়ার কারণ এখনও জানা যায়নি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ মন্ত্রী আরও জানান, নিহতদের মধ্যে অনেকেই মহিলা ও শিশু ৷ তাঁরা স্কুলছুটির দিনে আনন্দ করতে এখানে এসেছিলেন ৷
মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই ঘটনায় শোকপ্রকাশ করে একটি বিবৃতি জারি করেছেন ৷ জেলা কালেক্টরকে সব বিভাগের সঙ্গে সমন্বয় করে জরুরি উদ্ধার কাজ চালানোর নির্দেশ দিয়েছেন তিনি ৷ সোমবার অর্থাৎ, আজ মুখ্যমন্ত্রী নিজে ঘটনাস্থল পরিদর্শনে যাবেন বলে জানা গিয়েছে ৷ এদিন সরকারি শোক দিবস ঘোষণা করা হয়েছে ৷ নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমস্ত সরকারি কর্মসূচি স্থগিত করা হয়েছে ৷
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ নিহতদের পরিবারপিছু 2 লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি ৷ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি টুইট বার্তায় তিনি জানিয়েছেন,"কেরলের মালাপ্পুরমে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনায় ব্যথিত ৷ নিহতদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ৷ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে মৃতদের পরিবারকে ৷"