নয়াদিল্লি, 20 অক্টোবর:আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হলে, তা লিঙ্গবৈষম্য তৈরি করতে পারে ৷ শুক্রবার এমনই উদ্বেগপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ৷ তাই সংশ্লিষ্ট পক্ষগুলিকে তিনি এই নিয়ে সতর্ক হতে বলেছেন ৷
গত বুধবার সেন্ট্রাল সুপারভাইজারি বোর্ড বা সিএসবির 29তম বৈঠক হয় ৷ ওই বৈঠকেও এই কথা জানান তিনি ৷ মেয়েরা যাতে লিঙ্গবৈষম্যের স্বীকার না হয়, সেই বিষয়ে দেশ অঙ্গীকারবদ্ধ বলেও তিনি দাবি করেন ৷ ওই বৈঠকে দেশে শিশুদের লিঙ্গের অনুপাত ও জন্মের সময় লিঙ্গর অনুপাত নিয়ে আলোচনা হয় ৷ সেখানে লিঙ্গ নির্ধারণের মাধ্যমে ভ্রূণহত্য়ার বিষয়টি নিয়েও কথা হয় ৷
সেই বৈঠকে 2020 সালের স্য়াম্পেল রেজিস্ট্রেশন সার্ভে বা এসআরএস রিপোর্টের বিষয়ে উল্লেখ করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ৷ তিনি জানান, লিঙ্গের অনুপাত 2017-18 সালে ছিল 904 ৷ 2018-20 সালে তা বেড়ে হয়েছে 907 ৷ এটাকে তিনি প্রশংসনীয় সাফল্য বলে উল্লেখ করেন ৷
তিনি আরও জানান, 22টি রাজ্যে সমীক্ষা করা হয় ৷ এর মধ্যে 12টি রাজ্যে উন্নতি চোখে পড়েছে ৷ রাজ্যগুলি প্রি-ন্যাটাল ডায়াগনেস্টিক টেকনিকস (রেগুলেশন অ্যান্ড প্রিভেনশন অফ মিসইউজ) অ্যাক্ট 1994 ঠিকভাবে প্রয়োগ করায় এবং কেন্দ্রীয় সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের জন্য এই সাফল্য এসেছে বলে তাঁর দাবি ৷ এই বিষয়ে ভালো কাজের জন্য তিনি রাজস্থান, হরিয়ানা, তামিলনাড়ুর নামও উল্লেখ করেন ৷