পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Manohar Son Independent Candidate : পানাজি থেকেই নির্দল প্রার্থী হচ্ছে মনোহর-পুত্র উৎপল - Goa Assembly Election 2022

1994 সাল থেকে 2012 টানা পাঁচবার পানাজি থেকে জিতেছেন বিজেপির মনোহর পরিক্কর (Former Goa CM Late Manohar Parrikar) ৷ 2017 সালে উপনির্বাচনেও ওই কেন্দ্র থেকে তিনি জেতেন ৷ এবার সেই আসনে নির্দল প্রার্থী হচ্ছেন তাঁর পুত্র উৎপল (manohar parrikar son utpal will contest from panaji as independent candidate) ৷

manohar parrikar son utpal will contest from panaji as independent candidate
Manohar Son Independent Candidate : পানাজি থেকেই নির্দল প্রার্থী হচ্ছে মনোহর-পুত্র উৎপল

By

Published : Jan 21, 2022, 7:07 PM IST

পানাজি (গোয়া), 21 জানুয়ারি : বাবার কেন্দ্র থেকেই ভোটে লড়ার সিদ্ধান্ত নিলেন উৎপল পরিক্কর (manohar parrikar son utpal will contest from panaji as independent candidate) ৷ তাঁর বাবা মনোহর পরিক্কর যে কেন্দ্র থেকে ছ’বার জিতেছিলেন, সেই পানাজি থেকেই ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন উৎপল ৷ তবে তাঁর বাবা ছিলেন বিজেপির বিধায়ক ৷ তিনি প্রার্থী হচ্ছেন নির্দল হিসেবে ৷ শুক্রবার সন্ধ্যায় উৎপল এই ঘোষণা করেছেন ৷

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই উৎপল পরিক্করের ভোটে লড়া নিয়ে নানা জল্পনা চলছিল ৷ বিজেপির তরফে জানানো হয়, তাঁর সঙ্গে দু’টি আসন নিয়ে আলোচনা চলছে ৷ অন্যদিকে এনসিপি-শিবসেনা জোট জানিয়েছিল, পানাজি থেকে নির্দল প্রার্থী হলে উৎপলকে তারা সমর্থন করবে ৷

শেষ পর্যন্ত উৎপল নির্দল প্রার্থী হচ্ছেন ৷ ফলে এনসিপি-শিবসেনা জোটের সমর্থন তাঁর দিকেই থাকবে ৷ এখন দেখার তৃণমূল কংগ্রেস, আপ, কংগ্রেসের মতো রাজনৈতিক দলগুলিও উৎপলের পাশে দাঁড়ায় কি না !

কারণ, পানাজি বিধানসভা আসনে মনোহর পরিক্কর (Former Goa CM Late Manohar Parrikar) প্রথমবার জেতেন 1994 সালে ৷ তার পর 2012 সাল পর্যন্ত তিনি টানা জিতেছেন ৷ 2017 সালে যখন গোয়া বিধানসভা নির্বাচন হয়, তখন মনোহর পরিক্কর প্রতিরক্ষামন্ত্রী ৷ তাই তিনি ভোটে লড়েননি ৷

কিন্তু ভোটের পর সরকার গঠনের লক্ষ্যে তাঁকেই মুখ্যমন্ত্রী করে বিজেপি ৷ সেই সময় আবার পানাজি থেকে উপনির্বাচনে জিতে বিধায়ক হন মনোহর ৷ তাই বাবার আসনে এবার ভোটের লড়াইয়ে নামতে চেয়েছিলেন উৎপল ৷ কিন্তু বিজেপি রাজি না হওয়ায় তিনি নির্দল প্রার্থী হলেন ৷

স্বাভাবিকভাবেই বিষয়টি বিজেপির কাছে অস্বস্তির হয়ে গেল ৷ তাই বিজেপি বিরোধী দলগুলি এই বিষয়টিকে নিয়ে অনেক বেশি সরব হতে চাইবে ৷ সেই সমর্থন নিয়ে উৎপল শেষ পর্যন্ত পানাজির বিধায়ক হতে পারেন কি না, সেই উত্তরের জন্য 10 মার্চ পর্যন্ত অপেক্ষা করতেই হবে ৷

আরও পড়ুন :Priyanka Gandhi on CM candidate : ক্ষমতায় এলে তিনিই কি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ? ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রিয়ঙ্কার

ABOUT THE AUTHOR

...view details