নয়াদিল্লি, 26 নভেম্বর: রবিবারে 'মন কি বাত' রেডিয়ো অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে স্বাভাবিক ভাবেই উঠে এল 26/11 মুম্বই হামলার কথা ৷ এই ঘটনাকে দেশের সবচেয়ে জঘন্য জঙ্গি হামলা বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই দিনটা কোনওদিন ভারতীয়রা ভুলতে পারবে না ৷ এই জঙ্গি হামলা মুম্বই এবং সমগ্র দেশকে নাড়িয়ে দিয়েছিল বলে জানিয়ে মোদি বলেন, ভারত নিজেকে জঙ্গি হামলা থেকে পুনরুদ্ধার করেছে এবং সাহসের সঙ্গে সন্ত্রাসবাদ দমন শুরু করেছে ।
26/11 মুম্বই হামলা সম্পর্কে প্রধানমন্ত্রী মোদির মন্তব্য এ দিন উঠে আসে মন কি বাতের 107তম সংস্করণে ৷ মাসিক এই রেডিয়ো অনুষ্ঠান 22টি ভারতীয় এবং চিনা, ইন্দোনেশিয়ান, বেলুচি, আরবি ও ফার্সি-সহ 11টি বিদেশি ভাষায় সম্প্রচারিত হয় । আজ 26/11 হামলার 15তম বার্ষিকী । 2008 সালের ঠিক এই দিনে, 10 জনেরও বেশি লস্কর-ই-তৈবা (এলইটি) জঙ্গি পাকিস্তান থেকে সমুদ্রপথে এসেছিল এ দেশে ৷ তারা মুম্বইতে 60 ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়েছে এবং গুলি করে হত্যা করেছে বহু মানুষকে । সেই দিনে প্রাণ হারানো প্রত্যেকের প্রতি আজ শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী মোদি ৷ তিনি বলেন যে, জাতি সেই সাহসী শহিদদের স্মরণ করছে ।
'সংবিধান দিবস' হিসাবে 26 নভেম্বরের গুরুত্বের কথাও এ দিন মন কি বাতে তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এ দিন তিনি জনগণের উদ্দেশে বলেন যে, একটি উন্নত ভারতের লক্ষ্য পূরণ করা হবে । 1949 সালের এই দিনেই, গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল এবং সংবিধান তৈরি করতে দুই বছর, 11 মাস এবং 18 দিন সময় লেগেছিল ৷