পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মনমোহন স্থিতিশীল, সেরা ব্যবস্থা নিয়েছে এইমস : হর্ষ বর্ধন - coronavirus

স্থিতিশীল আছেন মনমোহন সিং ৷ তাঁর চিকিত্সায় সেরা বন্দোবস্ত করা হয়েছে ৷ এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ৷

Manmohan Singh Stable, Best Possible Care Being Provided, says Health Minister Harsh Vardhan
মনমোহন স্থিতিশীল, সেরা ব্যবস্থা নিয়েছে এইমস : হর্ষ বর্ধন

By

Published : Apr 20, 2021, 10:55 AM IST

নয়াদিল্লি, 20 এপ্রিল: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ৷ কোভিডে আক্রান্ত কংগ্রেসের শীর্ষ নেতাকে দ্রুত সুস্থ করে তুলতে যাবতীয় প্রচেষ্টা চালাচ্ছে মেডিক্যাল টিম ৷ এ কথা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ৷

জ্বর হওয়ায় দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হয়েছিলেন 88 বছরের মনমোহন সিং ৷ গতকাল বিকেল 5টা নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানেই তাঁর কোভিড পরীক্ষা করানো হলে রিপোর্ট পজ়িটিভ আসে ৷ কোভ্যাক্সিনের দুটো ডোজ়ই নিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা ৷ আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সূত্রের দাবি ৷

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী টুইটে জানিয়েছেন, "ড. মনমোহন সিং-এর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছি ৷ এইমসে তাঁক চিকিত্সারত মেডিক্যাল টিমের সঙ্গে কথা বলেছি ৷ তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে ৷ তাঁর সেরা যত্নের ব্যবস্থা করা হয়েছে ৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি ৷"

আরও পড়ুন:দেশে করোনায় মৃত্যুর রেকর্ড ! একদিনে মৃত 1761, আক্রান্ত 2.59 লাখ

রবিবারই অতিমারি নিয়ে নানা পরামর্শ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ৷ প্রত্যেক রাজ্য নিজেদের ফ্রন্টলাইন কর্মীদের তালিকা তৈরি করে যাতে টিকা দেওয়াতে পারে সেই রাজ্যকে অনুমতি দেওয়া হয়, সে জন্য কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছিলেন মনমোহন সিং ৷ গতকালই নয়া টিকাকরণ অভিযানের কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার ৷ জানিয়ে দেওয়া হয়, 1 মে থেকে 18 বছরের উপরে সবাই টিকা নিতে পারবেন ৷

ABOUT THE AUTHOR

...view details